1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অমর একুশে গ্রন্থমেলায় ডয়চে ভেলে

হারুন উর রশীদ স্বপন২ ফেব্রুয়ারি ২০০৯

রোববার বিকেলে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ এবার বইমেলার আয়তন বেড়েছে, বেড়েছে স্টল সংখ্যা৷

https://p.dw.com/p/Gleh
ঢাকায় শুরু হয়েছে অমর একুশে গ্রন্থমেলাছবি: DW/Swapan

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, বাংলা ভাষা ও বাংলাদেশকে বিশ্বের দরবারে পৌছে দিতে তার সরকার দৃঢ় প্রতিজ্ঞ৷ সেজন্য বাংলা ভাষার উন্নয়ন, সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আর সৃজনশীল সাহিত্য তৈরিতে তার সরকার সহায়তা করবে৷ তিনি বলেন, শুধু পেটের ক্ষুধা মেটালেই চলবে না, মনের ক্ষুধাও মেটাতে হবে৷ বই মনের ক্ষুধা মেটায়৷ অবসরে আর একাকীত্বে বইয়ের মত সঙ্গী আর হয় না৷ কিছুদিন আগেও জেলখানায় থাকার সময় তিনি তা বুঝতে পারেন৷

Amar Ekushey Buchmesse
এবারের বইমেলায় ডয়চে ভেলেছবি: DW/Swapan

বাংলা একাডেমীর মহাপরিচালক ডয়চে ভেলেকে জানিয়েছেন, তাদের আশা এবার ৪০ কোটি টাকার বই বিক্রি হবে৷ আর বইমেলা উপলক্ষে প্রকাশিত হবে আড়াই হাজার নতুন বই৷

বইমেলার শুরুতেই মেলা প্রাঙ্গণে লেখক, প্রকাশক, পাঠক আর ক্রেতাদের উপচে পড়া ভীড়৷ বাংলা একাডেমী মেলা প্রাঙ্গণ ছাড়িয়ে সামনের রাস্তা পর্যন্ত বইমেলা সম্প্রসারিত হওয়ায় এবার অনেক বেশী প্রকাশক জায়গা পেয়েছেন৷ তবে নিরাপত্তা নিয়ে কিছুটা অভিযোগ রয়েছে তাদের৷ মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, শুরুর দিনে কিছুটা সমস্যা হলেও এবার বই মেলায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে৷

বইমেলায় এবার রয়েছে সংবাদ মাধ্যমের স্টল৷ বর্ধমান হাউজের পেছনে সাজানো হয়েছে এই স্টলগুলো৷ জার্মান আন্তর্জাতিক বেতার ডয়চে ভেলে, বাংলা বিভাগ এই প্রথমবারের মত বইমেলায় স্টল দিয়েছে৷ প্রথম দিন থেকেই শ্রোতাসহ সাধারণ মানুষ স্টলে এসে ডয়চে ভেলে সম্পর্কে জানছেন৷ এই স্টলকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আগ্রহ৷ ডয়চে ভেলের স্টলটি বর্ণিল সাজে সাজানো হয়েছে৷