1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবশেষে ব্রিজভূষণের বিরুদ্ধে দিল্লি পুলিশের চার্জশিট

১৫ জুন ২০২৩

বিজেপি সাংসদ এবং ভারতের জাতীয় কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে নারীর শ্লীলতাহানির চেষ্টাসহ তিনটি অভিযোগে আদালতে চার্জশিট দাখিল করেছে দিল্লি পুলিশ।

https://p.dw.com/p/4ScP2
Indien | Protest gegen Wrestling Foundation of India Präsident Brij Bhushan Charan Singh
ফাইল ফটো৷ছবি: Altaf Qadri/AP Photo/picture alliance

তার আগে ব্রিজভূষণের বাড়ির সামনে কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে প্রশাসন৷ 

বেশ কয়েক মাস আগে উথ্থাপিত এই অভিযোগের প্রেক্ষিতে দেড়শজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করা হয়৷

দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে দাখিল করা চার্জশিটে ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৫৪, অর্থাৎ নারীর শ্লীলতাহানির চেষ্টা, ৩৫৪এ,  অর্থাৎ অশালীন মন্তব্য, ৩৫৪ডি, অর্থাৎ উত্ত্যক্ত করা- এই তিনটি ধারার উল্লেখ করা হয়েছে। এই ধারাগুলোর মধ্যে ৩৫৪ জামিনঅযোগ্য। তবে বাকি দু'টি ধারা জামিনযোগ্য।

চলতি বছরের জানুয়ারি মাসে ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠলে ঘটনার তদন্ত করতে ভারতের অলিম্পিক অ্র্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়৷

একজন অপ্রাপ্তবয়স্ক কুস্তিগীরসহ মোট সাতজন নারী কুস্তিগীর ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন৷ তবে তাদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক কুস্তিগীর পরে তার অভিযোগ প্রত্যাহার করে নেয়৷

এরপর যৌন হয়রানির বিচারের দাবিতে কুস্তিগীরেরা প্রতিবাদ চালিয়ে যেতে থাকে৷ গত ২৯ মার্চ প্রধানমস্ত্রী নরেন্দ্র মোদী ভারতের নতুন পার্লামেন্ট উদ্বোধনের সময় দুই অলিম্পিক বিজয়ী কুস্তিগীর পার্লামেন্টের দিকে যেতে থাকলে পুলিশ তাদের আটক করে এবং আইন-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে৷

প্রতিবাদে এই দুই নারী কুস্তিগীর তাদের অলিম্পিক পদক গঙ্গায় ফেলে দেওয়ার উদ্দেশ্যে নদীর তীরে জড়ো হলে ভারতের ফারমার্স ইউনিয়নের এক নেতা তাদেরকে আশ্বস্ত করেন৷ 

শুরু থেকেই যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করে আসছেন ব্রিজভূষণ৷ তিনি বলেন, ‘‘অভিযোগের একটিও যদি প্রমাণিত হয় তাহলে আমি আত্মহত্যা করবো৷''

ব্রিজভূষণের দাবি, তার সম্মান ক্ষুন্ন করতে এবং ভারতের পার্লামেন্ট থেকে তাকে বের করতেই এমন অভিযোগ আনা হয়েছে৷

অভিযোগের প্রক্ষিতে ফেডারশেনের প্রধানের পদ ত্যাগ করতেও অস্বীকৃতি জানান  তিনি৷

আরআর/এসিবি (এএফপি, রয়টার্স, আনন্দবাজার পত্রিকা)