1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অপরাধের মোকাবিলায় স্বতন্ত্র পুলিশ কমিসারিয়েট গঠনের উদ্যোগ

৪ আগস্ট ২০১১

কলকাতায় সশস্ত্র ডাকাতদের হামলার সহজ লক্ষ্য হচ্ছেন প্রবীণ নাগরিকেরা৷ আইন-শৃঙ্খলা রক্ষায় কলকাতা পুলিশের ধাঁচে পাঁচটি নতুন কমিসারিয়েট গঠনের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী৷

https://p.dw.com/p/12B0r
Die indische Eisenbahnministerin Mamata Banerjee (Mamta) und Vorsitzende des Trinamool Congress bei einer veranstaltung in Kolkata.
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ছবি: UNI

কয়েকদিন আগেই কলকাতার এক আবাসনে ডাকাতির সময় ৯২ বছরের এক বৃদ্ধার মুখে প্লাস্টিক গুঁজে রাখায় শ্বাসরুদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়৷ ওই বাড়িতে কোনও পুরুষ না থাকার সুযোগ নিয়েছিল ডাকাতরা, যারা এসেছিল রং মিস্ত্রি সেজে, ওই আবাসনেরই প্রধান সিকিউরিটি গার্ডের সহযোগিতায়৷ আবার ডাকাতি হল সল্ট লেকের এক প্রবীণ দম্পতির বাড়িতে, যাঁদের একমাত্র মেয়ে কর্মসূত্রে ফ্রান্সে থাকেন৷ ডাকাতির ধরন দেখে পুলিশের ধারণা, এই ক্ষেত্রেও এমন কেউ খবর দিয়েছে, যার নিয়মিত যাতায়াত ছিল ওই দম্পতির বাড়িতে৷ ওঁরা যে একাই থাকেন এবং ওঁদের মেয়ে যে মাঝেমধ্যে টাকা পাঠান বাবা-মাকে, সেটাও ডাকাতদের জানা ছিল৷ শহরের বর্ষীয়ান মানুষেরা এভাবে একের পর এক আক্রান্ত হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে শহরজুড়ে৷

কলকাতার শহরতলী এলাকাতেও অপরাধের প্রবণতা বাড়ছে৷ বারাসতের যে কাছারি ময়দানে কয়েক মাস আগে গুন্ডাদের হাত থেকে নিজের দিদিকে বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছিল এক তরুণ, গত রাতে সেখানেই ফের আক্রান্ত হয়েছেন এক মহিলা৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইন শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে এদিনই এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছেন৷ কলকাতা পুলিশের আদলে পাঁচ জায়গায় স্বতন্ত্র পুলিস কমিসারিয়েট গঠনের কথা ভেবেছেন মুখ্যমন্ত্রী৷ আসানসোলে, যেখানে কয়লা মাফিয়াদের দাপট, শিলিগুড়ি, যেখানে চোরাচালানকারীদের রাজত্ব, ছাঁট লোহার কারবারকে কেন্দ্র করে যেখানে উৎপাত করে দুর্বৃত্তরা, সেই হাওড়ায়, দমদম-ব্যারাকপুরে, যেখানে শিল্পাঞ্চলের এলাকা দখল নিয়ে সমাজবিরোধীদের সংঘর্ষ লেগেই থাকে, এবং পাঁচ নম্বর জায়গা হল সল্ট লেক, যে নির্জন আবাসিক এলাকা ক্রমশই চোর-ডাকাতের মুক্তাঞ্চল হয়ে উঠেছে৷ রাজ্য পুলিশের কর্তারাও মনে করছেন যে পৃথক পাঁচটি কমিসারিয়েট গঠিত হলে অপরাধ দমনের কাজটা অনেকটাই সহজ হবে৷

প্রতিবেদন: শীর্ষ বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য