1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে ইউনূসকে চান ছাত্ররা

৬ আগস্ট ২০২৪

এমনই দাবি করেছেন আন্দোলনকারী ছাত্রনেতারা। তারা জানিয়েছেন, মুহাম্মদ ইউনূস এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন।

https://p.dw.com/p/4j8xk
সাংবাদিকদের মুখোমুখি মুহাম্মদ ইউনুস
নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনুসছবি: Samir Kumar Dey/DW

মঙ্গলবার সকালে বৈষম্য়বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন হবে তার প্রধান উপদেষ্টা হিসেবে তারা নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে চান। তাদের দাবি, এবিষয়ে তারা ইউনূসের সঙ্গে কথা বলেছেন। অর্থনীতিবিদ তার সম্মতি জানিয়েছেন।

সমাজ মাধ্য়মে একটি পোস্ট করে একথা জানিয়েছেন, বৈষম্য়বিরোধী ছাত্র আন্দোলনের অন্য়তম সমন্বয়ক নাহিদ ইসলাম। নাহিদের সঙ্গে ওই ভিডিওতে আরো দুই আন্দোলনের সমন্বয়ক ছিলেন। তারা জানিয়েছেন, দেশজুড়ে যে সহিংসতা দেখা যাচ্ছে, তা তারা সমর্থন করছেন না। তাদের অভিযোগ, 'ফ্য়াসিস্ট শক্তি' একাজে লিপ্ত হয়েছে। এবং এর মাধ্য়মে 'বিপ্লবকে কালিমালিপ্ত' করার চেষ্টা চলছে।

ভিডিওতে নাহিদ বলেছেন, ''অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা তৈরি করতে আমরা ২৪ ঘণ্টা সময় চেয়েছিলাম। কিন্তু উদ্ভূত পরিস্থিতির কথা ভেবে আমরা এখনই ঘোষণা দিচ্ছি।'' এরপরেই নাহিদ অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের কথা জানান। তিনি বলেছেন, ইউনূস নোবেলনজয়ী অর্থনীতিবিদ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তাই তাকেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চাইছেন তারা।

নাহিদের দাবি, সকালের মধ্য়েই এবিষয়ে পদক্ষেপ নিন দেশের প্রেসিডেন্ট। ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করুন। সকালের মধ্য়ে অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্য়দের নামও ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

নাহিদ বলেছেন, ''দেশজুড়ে নৈরাজ্য় শুরু হয়েছে। সাধারণ মানুষের উপর আক্রমণ হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য় আমরা রাষ্ট্রপতির কাছে আবেদন জানাচ্ছি। আন্দোলনকারী ছাত্ররাও রাস্তায় থাকবে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি। তারাও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীকে সাহায্য করবে।''

গণভবনে হাজারো জনতা

নাহিদের কথায়, এই আন্দোলনের জন্য় ছাত্ররা রক্ত দিয়েছেন, শহিদ হয়েছেন। এক নতুন বাংলাদেশের অঙ্গিকার নিয়ে রাস্তায় নেমেছেন তারা। তা-ই অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত তারা রাস্তাতেই থাকবেন।

তার বক্তব্য়ে একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন নাহিদ। সেনা পরিচালিত সরকার, সেনার দ্বারা পরিচালিত সরকার অথবা 'ফ্য়াসিস্ট' শক্তির দ্বারা পরিচালিত সরকারকে তারা মানবেন না। তারা যে সরকার প্রস্তাব করছেন, একমাত্র সেই সরকারকেই তারা গ্রহণ করবেন। অন্য় কাউকে নয়।

নাহিদ জানিয়েছেন, ''আমাদেরবিপ্লবের পরেই ফ্য়াসিস্টরা রাস্তায় নেমে পড়েছে। তারা নৈরাজ্য় চালাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে গুলি চলছে, লুঠতরাজ চলছে। আগুন লাগানো হচ্ছে ঘরে। আমাদের বিপ্লবকে কালিমালিপ্ত করতেই এই পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে মনে করি।'' এই কারণেই দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়া দরকার বলে মনে করছেন নাহিদ।

মঙ্গলবার সকালের মধ্য়ে সমস্ত আন্দোলনকারী ছাত্রকে রাস্তায় নামার নির্দেশ দিয়েছেন ছাত্র নেতারা। প্রতিটি এলাকায় পাহারার ব্য়বস্থা করতে বলা হয়েছে। পাশাপাশি সমস্ত রাজনৈতিক দলের কাছে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য় আবেদন জানানো হয়েছে।

এসজি/জিএইচ (দ্য ডেইলি স্টার)