1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অন্তর্বর্তী সরকারের মেয়াদ সংক্ষিপ্ত হওয়া উচিত: ড. ইউনূস

১৪ নভেম্বর ২০২৪

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মনে করেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব ছোট হওয়া উচিত৷ বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন৷

https://p.dw.com/p/4myHZ
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস৷
আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে বক্তব্য রাখছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস৷ ছবি: Sean Gallup/Getty Images

সাক্ষাৎকারে তিনি বাংলাদেশে কবে নির্বাচন হতে পারে সে বিষয়েও মতামত তুলে ধরেন৷ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ধনী দেশগুলো কীভাবে দরিদ্র এবং আক্রান্ত দেশগুলোর সহায়তায় এগিয়ে আসতে পারে সে বিষয়েও নিজের বক্তব্য তুলে ধরেন ড. ইউনূস৷

বর্তমানে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ২৯) অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন ড. ইউনূস৷ সম্মেলনের ফাঁকে এএফপিকে সাক্ষাৎকার প্রদান করেন তিনি৷

ড. ইউনূস বলেন, ‘‘আমরা হলাম অন্তর্বর্তী সরকার, আর তাই মেয়াদ কাল যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত৷''

বাংলাদেশে জুলাই-আগস্ট মাসে শিক্ষার্থী-জনতার রক্তক্ষয়ী আন্দোলনের পর দেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ ওই আন্দোলনে শিশু-কিশোরসহ প্রায় দেড় হাজার মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হয়৷ এমন উত্তপ্ত এক রাজনৈতিক পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন ড. ইউনূস৷ বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন৷ তার দায়িত্ব গ্রহণের তিন মাসের মাথায় রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা আলোচনা শুরু হয়৷

জলবায়ু পর্যটনের চাপে বিপর্যয়

এই প্রসঙ্গে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন,‘‘যেভাব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেভাবেই একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা হবে৷’’

নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু না বললেও, ড. ইউনূস জানান, কত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি নির্ভর করবে কত দ্রুত গণতান্ত্রিক সংস্কার করা হচ্ছে তার উপর৷ এর জন্য দ্রুততার সাথে একটি মতৈক্য তৈরির আশা করেছেন বলেও জানান তিনি৷

‘মাছের বাজারের' মতো জলবায়ু সম্মেলন

ক্ষুদ্রঋণের পথিকৃৎ ড. ইউনূস জলবায়ু সম্মেলনে আক্রান্ত দেশগুলোর অর্থায়ন নিয়ে আলোচনার বিষয়ে উষ্মা প্রকাশ করেন৷

তিনি বলেন, এটি কোনো গোপন বিষয় নয় যে, ধনী দেশগুলোর উচিত দরিদ্র দেশগুলোকে পরিবর্তিত জলবায়ু পরিস্থিতি মোকাবিলায় অর্থায়ন করা৷ ‘‘এটি এমন নয় যে, আমরা আপনাদের দয়ায় এটি চাইছি৷ আমরা এই অর্থ চাইছি, কারণ এই সমস্যার মূলে আপনারা৷’’

বাকুতে অনুষ্ঠিত কপ২৯ জলবায়ু সম্মেলনকে তিনি ‘মাছের বাজারের মতোও’ উল্লেখ করেন৷

তিনি বলেন, ‘‘আমার মনে হয়, বিভিন্ন দেশের কাছে এখানে সমস্যা সমাধানের জন্য, যে সমস্যা অন্যরা তাদের জন্য তৈরি করেছে, টাকা চাওয়ার বিষয়টি অপমানজনক৷’’

‘‘আমাদেরকে কেন দর কষাকষির জন্য এখানে আনা হবে, আপনারা তো সমস্যাটা জানেন,'' প্রশ্ন করেন তিনি৷

আরআর/জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য