1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
লাইভ

দিল্লির হিন্ডনে শেখ হাসিনা

প্রকাশিত ৫ আগস্ট ২০২৪শেষ আপডেট ৫ আগস্ট ২০২৪

গণআন্দোলনে পদত্যাগের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির হিন্ডনে পৌঁছেছেন৷ অন্তবর্তীকালীন সরকার গঠিত হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান৷

https://p.dw.com/p/4j6x9
শেখ হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর ভারতে যানছবি: Peerapon Boonyakiat/SOPA Images/IMAGO
স্কিপ নেক্সট সেকশন আপনারা যা জানা দরকার

আপনারা যা জানা দরকার

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে গণভবন ছেড়ে গেছেন৷ 

সেনাবাহিনী প্রধান জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকার গঠিত হবে৷

গণভবন থেকে শেখ হাসিনা হেলিকপ্টারে করে আগরতলা যান৷ সেখান থেকে তিনি দিল্লির কাছে হিন্ডনে পৌঁছান৷  

স্কিপ নেক্সট সেকশন ঢাকার শাহজালাল বিমানবন্দরের কার্যক্রম বন্ধ
৫ আগস্ট ২০২৪

ঢাকার শাহজালাল বিমানবন্দরের কার্যক্রম বন্ধ

বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সোমবার বিকেলে বন্ধ করে দেওয়া হয়েছে৷

স্থানীয় সময় বিকেল ৪টা ৫৪ মিনিটে বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় বলে এর নির্বাহী পরিচালক ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে জানান।

এফএস/এপিবি (দ্য ডেইলি স্টার)

https://p.dw.com/p/4j7uZ
স্কিপ নেক্সট সেকশন দিল্লির হিন্ডনে হাসিনার অবতরণ
৫ আগস্ট ২০২৪

দিল্লির হিন্ডনে হাসিনার অবতরণ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাজধানী নতুন দিল্লির কাছে হিন্ডনে পৌঁছেছেন৷ গণআন্দোলনের মুখে পদত্যাগের পর ঢাকার গণভবন থেকে একটি হেলিকপ্টারে করে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা প্রথমে আগরতলা যান৷ ডয়চে ভেলের দিল্লি প্রতিনিধি স্যমন্তক ঘোষ জানান সেখান থেকে একটি ফ্লাইটে তারা হিন্ডনের উদ্দেশ্যে রওনা দেন৷

স্থানীয় সময় বিকাল ৫টা ৩৬ মিনিটে দিল্লি সংলগ্ন হিন্ডনের সেনাঘাঁটিতে হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি অবতরণ করে৷ 

স্যমন্তক ঘোষ জানিয়েছেন, হাসিনার গন্তব্যের বিষয়ে ভারতের সরকারি বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিস্তারিত বলতে রাজি হননি৷ তবে কয়েকটি সূত্র জানিয়েছে ভারতের সরকার শেখ হাসিনাকে দেশটিতে নির্বাসন নিতে নিরুৎসাহিত করেছেন৷ যত দ্রুত সম্ভব তাকে তৃতীয় একটি দেশ বেছে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে তাকে৷

এদিকে হাসিনা গণভবন ছেড়ে যাওয়ার পর বিপুল মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দকৃত সরকারি বাসভবনে ঢুকে পড়েন৷ এসময় অনেককে সেখানে ভাংচুরের পাশাপাশি আসবাবসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যেতে দেখা যায়৷ 

এফএস/জেডএ

https://p.dw.com/p/4j7pV
স্কিপ নেক্সট সেকশন ঢাকার রাস্তায় জনতার ঢল
৫ আগস্ট ২০২৪

ঢাকার রাস্তায় জনতার ঢল

গণআন্দোলনের মুখে শেখ হাসিনার পতনে ঢাকার রাস্তায় নেমে এসেছেন বিপুল মানুষ৷ আনন্দ উল্লাস করছেন তারা৷ ঢাকা থেকে ডয়চে ভেলে বাংলার ফেসবুক লাইভ দেখুন: 

https://p.dw.com/p/4j7jK
স্কিপ নেক্সট সেকশন গণআন্দোলনের মুখে শেখ হাসিনার পতন৷ এরপর কী?
৫ আগস্ট ২০২৪

গণআন্দোলনের মুখে শেখ হাসিনার পতন৷ এরপর কী?

ডয়চে ভেলের ফেসবুক লাইভে এ নিয়ে আলোচনা করেছেন খালেদ মুহিউদ্দীন, আরাফাতুল ইসলাম ও অমৃতা পারভেজ৷ 

https://p.dw.com/p/4j7j6
স্কিপ নেক্সট সেকশন আমি সমস্ত দায়িত্ব নিয়েছি: সেনাপ্রধান
৫ আগস্ট ২০২৪

আমি সমস্ত দায়িত্ব নিয়েছি: সেনাপ্রধান

ওয়াকার উজ জামান
বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান বলেন, ‘আমি সমস্ত দায়িত্ব নিয়েছি৷ আপনারা আমাকে সাহায্য করুন৷’’ছবি: DW

বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান জানিয়েছেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন৷ 

তিনি বলেন, সমস্ত রাজনৈতিক দলের সাথে আলাপের ভিত্তিতে অন্তবর্তী সরকার গঠিত হবে৷ রাষ্ট্রপতির কাছে গিয়ে এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে৷ তিনি বলেন, ‘‘প্রতিটি হত্যার বিচার করা হবে৷ প্রতিটি অন্যায়ের বিচার হবে৷’’

মানুষকে সংঘাতের পথ এড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি৷ বলেন, ‘‘আমি সমস্ত দায়িত্ব নিয়েছি৷ আপনারা আমাকে সাহায্য করুন৷’’

বক্তব্যে তিনি বলেন, ‘‘আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম৷ ওনারা এখানে এসেছেন৷ একটা সুন্দর আলোচনা করেছি৷ সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি একটি ইন্টেরিম গভর্নমেন্ট আমরা ফর্ম করবো৷ এবং ইন্টেরিম গভর্নমেন্টের মাধ্যমে এ দেশের সমস্ত কার্যকলাপ চলবে৷ আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব৷ গিয়ে এই ইন্টেরিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে একটা ইন্টেরিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করবো৷’’

তিনি আরো বলেন, ‘‘আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করবো৷ আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন৷ সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন৷ আমি সমস্ত দায়দায়িত্ব নিয়েছি৷ আপনাদের জানমাল এবং আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না৷’’

সব দাবি পূরণ করা হবে জানিয়ে তিনি বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা তারা ফিরিয়ে আনবেন৷ ভাংচুর, মারামারি, সংঘর্ষ, হত্যা থেকে বিরত থাকতেও আহ্বান জানান তিনি৷  

তিনি বলেন, ‘‘আমি নিশ্চিত আপনারা যদি আমার কথামতো চলেন, একসাথে যদি কাজ করি আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে অগ্রসর হতে পারবো৷’’

এফএস/এপিবি

https://p.dw.com/p/4j7SH
স্কিপ নেক্সট সেকশন পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা
৫ আগস্ট ২০২৪

পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশে ছেড়েছেন বলে সেনাবাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে৷ 

ভারতের নতুন দিল্লিতে বাংলাদেশ দূতাবাস সূত্রও তার পদত্যাগের তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স৷ 

এফএস/এপিবি 

https://p.dw.com/p/4j7PA
স্কিপ নেক্সট সেকশন গণভবন ছেড়েছেন শেখ হাসিনা
৫ আগস্ট ২০২৪

গণভবন ছেড়েছেন শেখ হাসিনা

শেখ হাসিনা
ছবি: Mohammad Ponir Hossain/REUTERS

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে ছেড়ে গেছেন৷ গণভবনে ঢুকে পড়েছেন হাজারো জনতা৷ এই তথ্য নিশ্চিত করেছেন ডয়চে ভেলের ঢাকা প্রতিনিধি৷ 

এদিকে প্রথম আলোর খবরে বলা হয়েছে গণভবন থেকে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন৷ তবে যোগাযোগ করা হলে নতুন দিল্লির বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা ডয়চে ভেলেকে জানিয়েছেন তাদের কাছে এখনও এ বিষয়ে কোনো তথ্য নেই৷ এদিকে সেনাপ্রধান দুপুর তিনটায় ভাষণ দেয়ার কথা থাকলেও তা পিছিয়ে সাড়ে চারটায় করা হয়েছে বলে আইএসপিআর সূত্রে জানিয়েছেন আমাদের ঢাকা প্রতিনিধি৷ এই মুহূর্তে সেনা দপ্তরে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে আলোচনা করছেন বলে জানা গেছে৷ 

এফএস/এপিবি 

https://p.dw.com/p/4j7MT
স্কিপ নেক্সট সেকশন বিভিন্ন পক্ষের সাথে বৈঠক করছেন বাংলাদেশের সেনাপ্রধান
৫ আগস্ট ২০২৪

বিভিন্ন পক্ষের সাথে বৈঠক করছেন বাংলাদেশের সেনাপ্রধান

বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেনা সদর দপ্তরে বৈঠক করছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান৷ এর মধ্যে আছেন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু৷ ডাক পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলও৷ দুপুর ৩টায় সেনাপ্রধানের জাতির উদ্দেশে বক্তব্য দেয়ার কথা রয়েছে৷

এফএস/আরআর (প্রথম আলো)

https://p.dw.com/p/4j6zg
স্কিপ নেক্সট সেকশন শাহবাগে বিপুল মানুষের জমায়েত
৫ আগস্ট ২০২৪

শাহবাগে বিপুল মানুষের জমায়েত

শাহবাগে মানুষের জমায়েত
বেলা যত বাড়ছে শাহবাগে মানুষের সমাগম তত বাড়ছেছবি: Sazzad Hossain/DW

ঢাকার শাহাবাগে বিপুল মানুষ জড়ো হয়েছেন৷ বেলা বারোটা থেকে ঢাকার বিভিন্ন জায়গা থেকে তারা শাহবাগে আসতে শুরু করেন৷ বেলা যত বাড়ছে তত মানুষের সমাগম বাড়ছে৷ দুপুর দুইটায় সেনা প্রধানের বক্তব্য দেয়ার কথা থাকলেও তা পিছিয়ে দুপুর ৩টায় নেয়া হয়েছে৷ তিনি কী বক্তব্য দেবেন তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন মানুষ৷

https://p.dw.com/p/4j6yk
স্কিপ নেক্সট সেকশন রোববারের সহিংসতায় মৃত্যু বেড়ে ১০৪
৫ আগস্ট ২০২৪

রোববারের সহিংসতায় মৃত্যু বেড়ে ১০৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল রোববার সারা দেশে সংঘর্ষ, হামলা, গুলি, অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ১০৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দৈনিক প্রথম আলো৷ এর মধ্যে সিরাজগঞ্জে ১৩ পুলিশসহ মোট ২২ জন, রাজধানীতে ১১ জন, ফেনীতে ৮ জন, লক্ষ্মীপুরে ৮ জন, নরসিংদীতে ৬ জন, কিশোরগঞ্জে ৫ জন, বগুড়ায় ৫ জন, সিলেটে ৫ জন, মাগুরায় ৪ জন, রংপুরে ৪ জন, মুন্সিগঞ্জে ৩ জন, পাবনায় ৩ জন, কুমিল্লায় পুলিশের এক সদস্যসহ ৩ জন, শেরপুরে ২ জন এবং জয়পুরহাটে ২ জন নিহত হয়েছেন৷ এ ছাড়া ভোলা, হবিগঞ্জ, ঢাকার কেরানীগঞ্জ, সাভার, কক্সবাজার, বরিশাল ও গাজীপুরের শ্রীপুরে একজন করে নিহত হয়েছেন৷

পুলিশ, হাসপাতাল ও স্বজনদের সঙ্গে কথা বলে নিহতের এ সংখ্যা জানা গেছে৷ নিহত ৯৮ জনের মধ্যে বিস্তারিত নাম–পরিচয় জানা গেছে ৪৩ জনের৷ তাদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ জন, পুলিশ ১৪ জন, শিক্ষার্থী ৯ জন, সাংবাদিক ১ জন ও বিএনপির ১ জন আছেন৷ নিহত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজনের নাম ও ঠিকানা জানা গেলেও পেশা বা রাজনৈতিক পরিচয় জানা যায়নি৷

এপিবি/জেডএইচ

https://p.dw.com/p/4j6xN