1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনুর্ধ ২০ বিশ্বকাপ ফুটবলের নতুন চ্যাম্পিয়ন ঘানা

১৭ অক্টোবর ২০০৯

অনুর্ধ ২০ বিশ্বকাপ ফুটবলের নতুন চ্যাম্পিয়ন হয়েছে আফ্রিকার দেশ ঘানা৷ শুক্রবার ফেভারিট ব্রাজিলকে টাইব্রেকারে তারা হারিয়েছে ৪-৩ গোলে৷

https://p.dw.com/p/K95y
ছবি: AP

মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটির বেশিরভাগ সময় ঘানা খেলেছে ১০ জন খেলোয়াড় নিয়ে৷ এরপরও ফেভারিট ব্রাজিলের বিরুদ্ধে তারা টিঁকে ছিল মূলত তাদের তরুণ ফুটবলারদের অদম্য মনোবল এবং দমের কারণে৷ খেলার শুরুতে দুই দলের প্রাধান্য বিস্তারের চেষ্টা লক্ষ্য করা যায়৷ তবে ৩৭ মিনিটের পর থেকেই খেলার মোড় ঘুরে যায়৷ এসময় ঘানার ড্যানিয়েল আড্ডৌ ব্রাজিলের স্ট্রাইকার টেইক্সেরিয়াকে মারাত্মক ফাউল করে বসেন৷ রেফারির লাল কার্ড বের করতে বেশিক্ষণ লাগেনি৷ এরপর ব্রাজিলই পুরো ম্যাচে একতরফা খেলেছে এবং একের পর এক আক্রমণ চালিয়ে গিয়েছে৷ কিন্তু দিনটি ছিল ঘানার গোলরক্ষক আগ্যেমাং বাডুর৷ দারুণ দক্ষতার সঙ্গে গোলপোস্ট আগলে রেখেছেন তিনি৷ বিশেষ করে ব্রাজিলের স্ট্রাইকার এলান কারডেকের কথা বলতে হয়, গোলের সামনে বল পেয়ে চারবার চেষ্টা করেও বাডুকে পরাস্ত করতে ব্যর্থ হন তিনি৷ খেলা শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে ব্রাজিলের মায়কন গোলপোস্টের মাত্র ১০ গজ দূরে বল পেয়ে যান৷ নিশ্চিত গোলের সেই সুযোগটিও ফিরিয়ে দিয়েছেন ঘানার গোলকিপার৷

টাইব্রেকারেও দুই দলের গোল সমান থাকলে খেলা গড়ায় সাডেন ডেথে৷ কিন্তু ব্রাজিলের টেইক্সেরিয়ার শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকান আড্ডৌ৷ এরপর ব্রাজিলের মায়কনের শট গোলবারের ওপর দিয়ে চলে গেলে উল্লাসে ফেটে পড়েন ঘানার খেলোয়াড় এবং সমর্থকরা৷ উল্লেখ্য, আফ্রিকার কোন দেশ এই প্রথমবারের মত অনুর্ধ ২০ বিশ্বকাপ শিরোপা ঘরে তুলে নিল৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী