1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কে বসতি স্থাপন ইসরায়েলের

১৫ অক্টোবর ২০২০

অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কে আবার নতুন বসতি স্থাপনের সিদ্ধান্ত নিল ইসরায়েল। ফলে বৃহত্তর আরব-ইসরায়েল শান্তি চুক্তির আশাও ধাক্কা খেলো।

https://p.dw.com/p/3jxLR
ছবি: picture-alliance/AP Photo/M. Illean

আট মাস পর আবার অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কে বসতি স্থাপনে উদ্যোগী হলো ইসরায়েল। ওয়েস্ট ব্যাঙ্ক অসামরিক প্রশাসনের পরিকল্পনা কমিটি সেখানে নতুন বাড়ি তৈরিতে অনুমোদন দিয়েছে। এই বসতিতে এক হাজার ১৩১টি বাড়ি থাকবে। আরো ৮৫৩টি বাড়ি তৈরির প্রক্রিয়াও চলছে। তার চূড়ান্ত অনুমোদন বাকি আছে।

মাস খানেক আগে আমিরাত ও বাহরিনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শুরু হয়েছে ইসরায়েলের। তখন তারা জানিয়েছিল, নতুন করে ওয়েস্ট ব্যাঙ্কের কোনো এলাকা নেয়া হবে না।  কিন্তু এখন তারা অধিকৃত অংশে নিজেদের বসতি বিস্তার করছে।

ক্ষুব্ধ ফিলিস্তিন

অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্ক এলাকায় ইসরায়েল আবার বসতি স্থাপনে উদ্যোগী হওয়ায় ক্ষুব্ধ ফিলিস্তিন।  কারণ, পুরো ওয়েস্ট ব্যাঙ্ক, গাজা ও পূর্ব জেরুসালেম নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র তৈরির চেষ্টা চলছে। ইসরায়েলের নতুন বসতি তৈরির সিদ্ধান্ত শুধু যে সেই প্রয়াসকে বিঘ্নিত করছে তাই নয়, বৃহত্তর আরব-ইসরায়েল শান্তি চুক্তি সম্ভাবনাও কমে গিয়েছে। এই চুক্তি তখনই সম্ভব, যখন ইসরায়েল এই অধিকৃত অংশ ফিলিস্তিনকে দিয়ে দেবে। 

ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র বলেছেন, ''আমরা সব দেশের কাছে আবেদন জানাচ্ছি, তারা যেন অবিলম্বে এই নতুন বসতি স্থাপনের পরিকল্পনা বন্ধ করে। কারণ, এই উদ্যোগের ফলে প্রকৃত শান্তি চুক্তির প্রয়াস ধাক্কা খাবে।''

ইসরায়েল ওয়েস্ট ব্যাঙ্কের ভূখণ্ড অধিকার করেছিল ১৯৬৭ সালে। অ্যামেরিকা ছাড়া অধিকাংশ দেশই মনে করে, ইসরায়েল বেআইনিভাবে এই ভূখণ্ড অধিকার করে রেখেছে। ইসরায়েলের দাবি, ঐতিহাসিকভাবে গাজা ভূখণ্ডের উপর তাদের দাবি আছে। সেখানে ২৭ লাখ ফিলিস্তিনির পাশাপাশি সাড়ে চার লাখ ইসরায়েলি বসবাস করেন।

গত আট মাস ইসরায়েল চুপচাপ ছিল। ইসরায়েলের এনজিও ওয়েস্ট ব্যাঙ্ক পিস নাউ জানিয়েছে, এখন প্রধানমন্ত্রী নেতানিয়াহু পুরোদমে ওয়েস্ট ব্যাঙ্কে বসতি স্থাপনের কাজ শুরু করে দিয়েছেন। ওয়েস্ট ব্যাঙ্কের অধিকৃত অংশের উপর ইসরায়েলের দাবি তিনি ছাড়বেন না।

করোনাকালে ইসরায়েলে বেকারের সংখ্যা বেড়েছে। প্রধানমন্ত্রীর জয়প্রিয়তা কমেছে। তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ রয়েছে। এই অবস্থায় নেতানিয়াহু এখন অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্কে বসতি স্থাপনের বিতর্কিত সিদ্ধান্ত নিলেন।

জিএইচ/এসজি(এেফপি, রয়টার্স)