1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অগ্নিকাণ্ডে গাজীপুরে পুড়ল ঝুটের গুদাম, বাড়িঘর

১২ আগস্ট ২০২১

গাজীপুর শহরের দেওয়ালিয়াবাড়ি এবং শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় পৃথক অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ঝুটের গুদাম ও বসতবাড়ির ১২টি ঘর৷ তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি৷ 

https://p.dw.com/p/3ys8z
প্রতীকী ছবিছবি: bdnews24.com

দেওয়ালিয়াবাড়ি এলাকায় বুধবার রাতে ও বৃহস্পতিবার ভোরে শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার কথা জানান ফায়ার সার্ভিস কর্মীরা৷

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখারুল ইসলাম রায়হান ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে আবুল কাশেমের বাড়িতে আগুন লাগার কথা জানান৷ তাদের দুটি ইউনিট গিয়ে ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে৷ আগুনে একটি বসতবাড়ির ১২টি ঘর মালপত্রসহ পুড়ে গেছে৷

জয়দেবপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. তাশারফ হোসেন বলেন, বুধবার রাত ৯টার দিকে দেওয়ালিয়াবাড়ি এলাকায় প্রথমে টিনশেডের তৈরি একটি ঝুটের গুদামে আগুন লাগে৷ মুহূর্তের মধ্যেই তা পাশের আরও পাঁচটি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে৷ খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশন ও জয়দেবপুরের চারটি ইউনিট গিয়ে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে৷ 

অগ্নিকাণ্ডের ঘটনাগুলোর কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি৷ হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য