1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অক্ষরধাম মন্দির গেলেন ঋষি সুনাক

১০ সেপ্টেম্বর ২০২৩

রোববার সকালে দিল্লির অক্ষরধাম মন্দিরে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সঙ্গে ছিলেন তার স্ত্রী অক্ষতা মূর্তি। তারপর তিনি গেলেন রাজঘাটে।

https://p.dw.com/p/4W9Xc
ঋষি এবং অক্ষতা অক্ষরধামে পুজো দেন
ঋষি এবং অক্ষতা অক্ষরধামে পুজো দেনছবি: Swaminarayan Sanstha/Reuters

জি২০ সম্মেলনে যোগ দিতে ভারতে এসেই সুনাক বলেছিলেন, সময় পেলে মন্দির দর্শন করবেন তিনি। রোববার সকালে সেটাই করলেন। চলে গেলেন অক্ষরধাম মন্দিরে।

ঋষি সুনাক হলেন ভারতীয় মূলের প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি এবং অক্ষতা অক্ষরধামে পুজো দেন। প্রার্থনা করেন। সুনাকের কপালে ছিল লাল টিকা।

অক্ষরধাম মন্দিরে তিনি আভূমিনত হয়ে প্রণাম করেন। পাশে ছিলেন স্ত্রী অক্ষতা। মন্দিরের সামনে দাঁড়িয়ে তারা ছবিও তোলেন।

রাজঘাটে গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন লুলা, বাইডেন, সুনাক ও উরসুলা ফন ডেয়ার লাইয়েন।
রাজঘাটে গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন লুলা, বাইডেন, সুনাক ও উরসুলা ফন ডেয়ার লাইয়েন।ছবি: Kenny Holston/Pool- The New York Times/AP/dpa

শনিবার প্রধানমন্ত্রী মোদাীর সঙ্গেও বৈঠক করেছেন সুনাক সেখানে দুই দেশের মধ্যে ফ্রি ট্রেড চুক্তি নিয়ে কথা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা নিয়ে কথা হয়েছে।

অক্ষরধাম থেকে তিনি চলে যান রাজঘাটে। সেখানে নরেন্দ্র মোদী-সহ সব রাষ্ট্রনেতাই শ্রদ্ধা জানান গান্ধীজিকে।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)