1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৯ জুলাই দ্বিতীয় পর্যায়ের ভোটের ফলাফল

৮ জুলাই ২০০৯

প্রাকৃতিক সপ্তাশ্চার্য নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোটের ফলাফল ঘোষণা করা হবে ৯ জুলাই৷ বিশ্বের নতুন সপ্তাশ্চার্য নির্বাচনে তালিকায় রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত, সুন্দরবন এবং গঙ্গা নদী৷

https://p.dw.com/p/Ijhm
ছবি: picture alliance/Photoshot

ফলাফলটা নিজেদের দিকে আনতে বাংলাদেশে চলছে ভোটের উত্তেজনা৷ ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত ছিল দ্বিতীয় পর্যায়ে ভোট দেবার শেষ সময়৷ ঢাকা এবং বড় বড় বেশ কয়েকটি শহরে তরুণদের বিভিন্ন গ্রুপ রাস্তায় নেমেছিল ল্যাপটপ নিয়ে৷ শহরের সাইবার ক্যাফেগুলোতে ছিল ভোট দেবার আয়োজন৷ বাংলাদেশের জন্য বেশি বেশি ভোট সংগ্রহই উদ্দেশ্য৷

বৃহস্পতিবার ৭৭টি প্রাকৃতিক স্থানের নতুন একটি তালিকা আসছে৷ লাখ লাখ মানুষ এ নির্বাচনে ভোট দিচ্ছেন৷ ২০১১ সালে ঘোষণা করা হবে মূল ফলাফল৷ পরবর্তী লক্ষ্য এক বিলিয়ন মানুষের ভোট৷ আর এই প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন প্রক্রিয়ার দ্বিতীয় পর্বে মনোনীত ২৬০ স্থানের শীর্ষ তালিকা থেকে ৭৭টি তালিকার মধ্যে ২৮টি শীর্ষ তালিকা ঘোষণা করা হবে ২১ জুলাই৷ নতুন আঙ্গিকে প্রাকৃতিক সপ্তাশ্চার্য নির্বাচনের আয়োজক সংস্থা জেনেভা ভিত্তিক নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন৷ ৭ জানুয়ারি দ্বিতীয় পর্বের এ ভোটাভুটি শুরু হয়৷

চূড়ান্তভাবে মনোনীত ২২২ দেশের ২৬০টি প্রাকৃতিক স্থানকে বৈশিষ্ট অনুযায়ী সাতটি গ্রুপে ভাগ করা হয়েছে৷ ইন্টারনেট এবং ফোনো ভোটের ওপর নির্ভর করে প্রতিটি গ্রুপে প্রতিটি মনোনয়নের অবস্থান নির্ধারণ করা হচ্ছে৷ তালিকায় প্রতিটি গ্রুপ থেকে ১১টি অর্থাৎ মোট ৭৭টি স্থানকে আলাদা করে তুলে ধরাও হয়েছে৷

প্রাকৃতিক বৈশিষ্ট ধরে যে সাতটি গ্রুপ করা হয়েছে সেগুলো হলো গ্রুপ এ (প্রাকৃতিক ভূ-দৃশ্য ও বরফাঞ্চল), গ্রুপ বি (দ্বীপ), গ্রুপ সি (পর্বত, আগ্নেয়গিরি), গ্রুপ ডি (গুহা, পাথুরে এলাকা, উপত্যকা), গ্রুপ ই (বন, জাতীয় উদ্যান, অভয়ারণ্য), গ্রুপ এফ (হ্রদ, নদী, ঝর্ণা) এবং গ্রুপ জি (সুমদ্র)৷ পৃথিবীর দীর্ঘতম নিরবচ্ছিন্ন সুমদ্রসৈকত কক্সবাজারের স্থান হয়েছে গ্রুপ জি এবং পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন আছে গ্রুপ ই-তে৷

সবচেয়ে বেশি ৬০টি মনোনয়ন আছে গ্রুপ এফে৷ এরপরই আছে গ্রুপ ই ৫৮, সি ৩৭, বি ও ডি ৩০ টি করে, জি ২৫ এবং এ গ্রুপের ২১টি মনোনয়ন৷

প্রতিবেদক: সাগর সরওয়ার

সম্পাদনা: আবদুস সাত্তার