1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০০৬ বিশ্বকাপ

১৬ জুলাই ২০১২

২০০৬ বিশ্বকাপে সম্ভাব্য অনিয়ম বিষয়ে ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার’এর মন্তব্য প্রত্যাখ্যান করেছে জার্মানরা৷ তাঁর মন্তব্য বোধগম্য নয় এবং তিনি ভুল ফলাফল উল্লেখ করেছেন বলে দাবি জার্মান আয়োজকদের৷

https://p.dw.com/p/15YG8
ছবি: Reuters

২০০৬ বিশ্বকাপ আয়োজন করা হয় জার্মানিতে৷ সেই আসরের শীর্ষ আয়োজক ব্যক্তি ছিলেন ফ্রানৎস বেকেনবাউয়ার৷ তিনি এবং ২০০৬ বিশ্বকাপ আয়োজন কমিটির সহ-সভাপতি ফেডোর রাডমান জানিয়েছেন, বিশ্বকাপ আয়োজক দেশ নির্বাচনে জার্মানি এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার ভোটের ভুল ফলাফল বলেছেন ব্লাটার৷ তাছাড়া তাঁর বক্তব্য বোধগম্য নয়৷

২০১৮ এবং ২০২২ সালের বিশ্বকাপ আয়োজক দেশ নির্বাচনে দুর্নীতির অভিযোগের বিষয়ে ব্লাটারকে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি ২০০৬ সালের আয়োজক নির্বাচনের বিষয়টি উল্লেখ করেন৷ সুইস পত্রিকা ব্লিক'কে ব্লাটার বলেন, ‘‘আমি ২০০৬ সালের আয়োজক নির্বাচনের দিনের কথা স্মরণ করতে পারি৷ সেই নির্বাচনের ভোটাভুটির শেষ মুহূর্তে এক ব্যক্তি কক্ষ থেকে বেরিয়ে যান৷ ফলে ভোটের ফলাফল ১০-১০'এর বদলে হয় ১০-০৯, যা জার্মানির পক্ষে যায়৷''

রডমান এই বিষয়ে জার্মানির ‘টাগেসস্পিগেল' পত্রিকাকে বলেন, ‘‘ফিফা প্রেসিডেন্ট এর বিবৃতি সঠিক নয়৷ আমরা ১২-১১ ভোটে জিতেছিলাম, ১০-০৯ নয়৷ চার্লস ডেম্পসে ভোট দান থেকে বিরত থাকায় আমরা বরং একটি ভোট কম পেয়েছিলাম৷ ডেম্পসে জার্মান ফুটবল ফেডারেশনকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি প্রথম ভোটটি ইংল্যান্ডকে দেবেন, এরপর ইংল্যান্ড বাদ পড়লে জার্মানিকে সমর্থন জানাবেন৷''

Franz Beckenbauer
২০০৬ বিশ্বকাপের শীর্ষ আয়োজক ছিলেন ফ্রানৎস বেকেনবাউয়ারছবি: AP

এদিকে বিল্ড পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বেকেনবাউয়ার বলেছেন, ‘‘সেপ ব্লাটার যে বিবৃতি এবং ইঙ্গিত প্রদান করেছেন তা আমার কাছে বোধগম্য নয়৷ এমনকি তিনি সেই নির্বাচনের ভুল ফলাফল বলেছেন৷''

২০০৬ বিশ্বকাপ আয়োজক নির্বাচনে ইউরোপের আট প্রতিনিধির সমর্থনই মুখ্য ছিল বলে দাবি করেন বেকেনবাউয়ার৷ বলাবাহুল্য, সেই নির্বাচনে ইউরোপের সকল প্রতিনিধি জার্মানিকে সমর্থন করেন৷

নিউজিল্যান্ডের চার্লস ডেম্পসে ২০০৮ সালে মৃত্যুবরণ করেন৷ ফিফা নির্বাচনে ওশেনিয়া অঞ্চলের প্রতিনিধি ছিলেন তিনি৷ ধারণা করা হয়, দক্ষিণ আফ্রিকার পক্ষে ভোট দেওয়ার জন্য তাঁকে পরামর্শ প্রদান করেছিল কনফেডারেশন৷ তিনি অবশ্য ভোট দেওয়া থেকে বিরত থাকার কারণ হিসেবে ‘ব্যক্তিগত বিষয়' এবং ‘অসহনীয় চাপ'এর কথা জানিয়েছিলেন৷ ভোটাভুটির পর ফিফা'র নির্বাহী পরিষদ এবং ওশেনিয়া কনফেডারেশন প্রধানের পদ থেকে পদত্যাগ করেন ডাম্পসে৷

উল্লেখ্য, ফিফার শীর্ষ পর্যায়ের দুর্নীত বিষয়ে গত বুধবার এক চূড়ান্ত দলিল প্রকাশের পর ব্লাটার'এর সাক্ষাৎকারটি প্রকাশ হয়েছে৷ অভিযোগ রয়েছে, বর্তমানে বিলুপ্ত মার্কেটিং প্রতিষ্ঠান আইএসএল ১৯৯৭ সালে টেলিভিশন সত্ত্ব বিক্রির ব্যাপারে তৎকালীন ফিফা প্রেসিডেন্ট এবং তাঁর এক আত্মীয়কে বিপুল অঙ্কের ঘুস প্রদান করেছিল৷ এই দুর্নীতির বিষয়টি সেপ ব্লাটার জানলেও কোন ব্যবস্থা গ্রহণ করেননি৷ ব্লাটার অবশ্য দাবি করেছেন, ২০০১ সালে আইএসএল দেউলিয়া ঘোষণার আগ পর্যন্ত তিনি এই বিষয়ে কিছু জানতেন না৷

এআই / এসবি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য