শহীদুল আলম কারামুক্ত
২০ নভেম্বর ২০১৮বাংলাদেশে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন চলাকালে ‘উসকানিমূলক মিথ্যা’ তথ্য দেয়ার অভিযোগে গত ৫ আগস্ট শহীদুল আলমকে তাঁর ধানমন্ডির বাসা থেকে আটক করা হয়৷ পরের দিন তাঁর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়৷ এরপর তাঁকে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ৷ নিম্ন আদালত দুই দফা তাঁর জামিন আবেদন নাকচ করে৷ এরপর ১৭ সেপ্টেম্বর হাইকোর্টে জামিনের আবেদন জানান হয়৷ গত বৃহস্পতিবার (১৫ নভেম্বর) শহীদুল আলমের জামিন মঞ্জুর করেন হাইকোর্টের বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রর্বতী’র আদালত৷ সাধারণ বিবেচনায় ওইদিনই তাঁর কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা থাকলেও মুক্তি পাননি৷ এরপর শুক্র-শনিবার ছিল সাপ্তাহিক ছুটি৷ আশা করা হয়েছিল রবিবার তিনি মুক্তি পাবেন৷ কিন্তু ওইদিনই জামিন স্থগিতের আবেদন জানায় রাষ্ট্রপক্ষ৷ তবে শেষ পর্যন্ত ওই আবেদনটি আদালতে ‘মুভ’ না করায় তিনি মুক্তি পেলেন৷
মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা তাঁর জামিন স্থগিতের আবেদন করেছিলাম৷ কিন্তু সেটা শুনানির জন্য আদালতের তালিকায় আসেনি৷ তাই আইনের স্বাভাবিক প্রক্রিয়ায়ই তিনি মুক্তি পেয়েছেন৷ আদালত তো তাঁর জামিন স্থগিত করেননি৷ আর জামিন স্থগিত না করলে তো তাঁকে আটকে রাখা যায় না৷’’
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম জানান, ‘‘মঙ্গলবার বিকেলে জামিনের যে কাগজ নিয়ে আসা হয়েছিল, সেটাতে ঠিকানা ভুল ছিল৷পরে সেটা আদালতের মাধ্যমে সংশোধন করে আবার সন্ধ্যার মধ্যেই তাঁর স্বজনরা পৌঁছে দেন৷ এরপর যাচাই-বাছাই শেষে রাত সাড়ে ৮টায় তাঁকে মুক্তি দেওয়া হয়েছে৷’’
শহীদুল আলমের মুক্তির সময় তাঁর আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন সঙ্গে ছিলেন৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘তাঁর মুক্তির মধ্য দিয়ে আমার কাছে মনে হয়েছে, এখনো দেশের বিচার ব্যবস্থা ভেঙে যায়নি৷ আমি অনেক খুশি৷ অনেক বেড়াজালের পরও তিনি মুক্তি পেয়েছেন এতে আমি আনন্দিত৷’’
তিনি আরো বলেন, ‘‘শহীদুলকে আগের চেয়ে কিছুটা দুর্বল দেখাচ্ছে৷ তবে তিনি বলেছেন, ‘আমি ভালো আছি৷’ যাঁরা এখনো কারাগারে আছেন, তাঁরা ভালো নেই৷ তিনি সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন৷ যাঁরা দেশে-বিদেশে তাঁর মুক্তির জন্য কাজ করেছেন, সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন৷’’
শহীদুল আলমের সঙ্গে কথা বলতে চাইলে তিনি জানান, ‘‘তিনি এখন কথা বলতে চাচ্ছেন না৷ সংবাদ মাধ্যমের প্রতিও তিনি কৃতজ্ঞতা জনিয়েছেন৷’’