1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হ্যান্ডশেক নয়, নমস্কার

১৩ মার্চ ২০২০

করোনা ভাইরাসের আতঙ্কে বিশ্ব জুড়ে রাষ্ট্রনেতারা এখন আর সৌজন্য দেখানোর জন্য হ্যান্ডশেক বা হাত মেলাচ্ছেন না। তাঁরা হাত জোড় করে নমস্কার করছেন।

https://p.dw.com/p/3ZKrY
ছবি: DW/S. Waheed

নমস্কার। যা ছিল একান্তভাবেই ভারতীয় উপমহাদেশের সৌজন্য ও শুভেচ্ছা জানানোর পদ্ধতি, করোনা আতঙ্কে তাকেই গ্রহণ করে নিলেন বিশ্ব নেতারা। একে অপরের সঙ্গে দেখা হলে তাঁরা আর হাত মেলাচ্ছেন না। বরং হাত জোড় করে নমস্কার করছেন। প্রিন্স চার্লস, ডনাল্ড ট্রাম্প, মাক্রোঁ, ভারাদকার, নেতানিয়াহু সকলেই এখন করোনার হাত থেকে বাঁচতে নমস্কারের আশ্রয় নিয়েছেন। নমস্কারের মধ্যে হাত মেলানোর ঝক্কি নেই। করোনার সংক্রমণের হাত থেকে বাঁচতে  ন্যূনতম কিছু স্বাস্থ্যবিধি পালন করার কথা বলছেন চিকিৎসকরা। নিষেধ করছেন হাত মেলাতে। বারবার হাত ধোয়ার পরামর্শও দেওয়া হচ্ছে। করোনার হাত থেকে কেউই রেহাই পাচ্ছেন না। ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী, প্রখ্যাত বলিউড অভিনেতা, এমপি থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই করোনায় আক্রান্ত হচ্ছেন। এই অবস্থায় হাত না মেলানোর বিকল্প হল নমস্কার। শুভেচ্ছাও জানানো হল, আবার হাতও মেলাতে হল না। ফলে নিরাপদ সেই রাস্তাই বেছে নিয়েছেন বিশ্ব নেতারা।

সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে দেখা যাচ্ছে, প্রিন্স চার্লস স্বভাবসিদ্ধভাবেহ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন। তারপরই করোনার কথা মনে পড়ে যায়। একটু চমকে উঠে তাড়াতাড়ি হাত গুটিয়ে নিয়ে নমস্কারে চলে যান। ট্রাম্পের কাহিনি আরও চিত্তাকর্ষক। আইরিশ প্রধানমন্ত্রী অ্যামেরিকা সফরে গিয়েছেন। ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন। কিন্তু তাঁরা হাত মেলানোর মধ্যে যাননি। শুধুই নমস্কারে অভিবাদন জানিয়েছেন। আগে দুই দেশনেতার দেখা হলে হ্যান্ডশেকের নিয়ম-মাফিক ছবি তোলা হত। এখন নমস্কারের ছবি তোলা হচ্ছে।

ট্রাম্প বলেছেন, ''আমরা হাত মেলাইনি। আমরা একে অপরের দিকে তাকিয়ে বলেছি, এ বার কী করব? অদ্ভূত লাগছিল। তারপর আমরা এই ভাবে নমস্কার করলাম। আমি সবে ভারত থেকে এসেছি। ওরা হাত মেলায় না। এটা খুবই সহজ।'' শুধু তাই নয়,  ট্রাম্প জাপানিদের মতো মাথা নামিয়ে অভিবাদনের কথাও বলেছেন। আর আইরিশ প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত। তাই 'নমস্কার' তাঁর কাছে নতুন নয়।

ভারত সফরের পর ফ্রান্সের প্রধানমন্ত্রী মাক্রোঁ এখন নমস্কারে অভ্যস্ত। করোনার আতঙ্কে তিনিও নমস্কারকেই শুভেচ্ছা বিনিময়ের হাতিয়ার করেছেন। ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একই পথে চলেছেন।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই, রয়টার্স)