1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হেজবোল্লা সদস্য় সন্দেহে জার্মানিতে গ্রেপ্তার এক

১৬ জুলাই ২০২৪

জার্মান প্রশাসনের অভিযোগ, ওই ব্য়ক্তি জার্মানিতে এসে ড্রোনের বিভিন্ন অংশ কিনছিলেন।

https://p.dw.com/p/4iLhC
ইসরায়েলে হেজবোল্লার আক্রমণ
জার্মানিতে আটক এক হেজবোল্লা সমর্থকছবি: RABIH DAHER/AFP/Getty Images

জার্মানির সালসগিটার শহর থেকে ওই ব্য়ক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্য়ক্তির নাম ফাদেল জেড। সোমবার তাকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়।

অভিযোগ, ওই ব্য়ক্তির সঙ্গে হেজবোল্লার সরাসরি সম্পর্ক আছে। হেজবোল্লার জন্য় তিনি ড্রোনের বিভিন্ন অংশ কিনছিলেন। ওই ব্য়ক্তি লেবাননের নাগরিক।

ইসরায়েল গাজায় অভিযান চালানোর পর লেবানন থেকে হেজবোল্লা ইসরায়েলে লাগাতার আক্রমণ চালাচ্ছে। ড্রোনের সাহায্যে তারা ইসরায়েলে বিস্ফোরণ ঘটাচ্ছে। ইসরায়েলও পাল্টা আক্রমণ চালাচ্ছে। এই পরিস্থিতিতে হেজবোল্লার প্রচুর ড্রোনের প্রয়োজন বলে মনে করা হচ্ছে। সেই ড্রোনের অংশবিশেষ কিনতেই লেবাননের ওই ব্য়ক্তি জার্মানিতে এসেছিলেন বলে মনে করা হচ্ছে।

জার্মান প্রশাসন এর বেশি ওই ব্য়ক্তি সম্পর্কে আর কোনো তথ্য দেয়নি। আদালত তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে।

জার্মানিতে হেজবোল্লা নিষিদ্ধ

জার্মানি হেজবোল্লাকে শিয়া ইসলামিক জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করে। অ্যামেরিকা এবং সুন্নি মুসলিম দেশগুলিও এই সংগঠনকে জঙ্গি বলে চিহ্নিত করে। ইউরোপীয় ইউনিয়ন হেজবোল্লার সশস্ত্র গোষ্ঠীকে জঙ্গি বলে মনে করে।

লেবাননের রাজধানী বৈরুত-সহ একাধিক এলাকায় হেজবোল্লার সশস্ত্র গোষ্ঠী শক্তিশালী। লেবাননের পার্লামেন্টে হেজবোল্লা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল। বর্তমান জোট সরকারেও তারা আছে।

রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, হেজবোল্লাকে পিছন থেকে মদত দেয় ইরান। ইরানের তত্ত্বাবধানেই সম্প্রতি ইসরায়েলে আক্রমণ চালাচ্ছে তারা। বস্তুত, ইসরায়েল গাজায় আক্রমণ চালানোর পর থেকেই সেখানে বিস্ফোরণ ঘটাতে শুরু করেছে হেজবোল্লা।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)