হিলারিকে নিয়ে মুভি হচ্ছে না
২ অক্টোবর ২০১৩সোমবার একইদিনে খবর দুটি এসেছে৷ প্রথমে মুভি তৈরির পরিকল্পনা বাদের কথা জানান অস্কারজয়ী পরিচালক চার্লস ফার্গুসন৷ সিএনএন-এর হয়ে তাঁর চলচ্চিত্রটি তৈরির কথা ছিল৷ কিন্তু রিপাবলিকান আর ডেমোক্রেটিক উভয় দলের কাছ থেকে আশানুরূপ সাড়া না পেয়ে সেই পরিকল্পনা বাদ দেন ‘ইনসাইড জব' নামক ডকুমেন্টারির জন্য ২০১০ সালে অস্কার পাওয়া পরিচালক ফার্গুসন৷
তিনি বলেন, হিলারিকে নিয়ে সাক্ষাৎকার দিতে একশোর বেশি ব্যক্তির কাছে আবেদন জানালে তাঁদের মধ্য থেকে মাত্র দু'জন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হন৷ এদের মধ্যে রিপাবলিকান দলের সদস্য যেমন আছেন তেমনি আছেন হিলারির ডেমোক্রেটিক দলের সদস্যও৷ ‘‘এ ব্যাপারটা থেকেই বুঝতে পারি যে, মুভিটা তৈরি করা সম্ভব নয়,'' বলেন ফার্গুসন৷
এদিকে ফার্গুসনের ঘোষণার কয়েক ঘণ্টা পর এনবিসি তাদের পরিকল্পিত মিনিসিরিজ বাতিলের কথা জানায়৷ বাইরের প্রতিবাদ আর এনবিসির অভ্যন্তরীণ কোন্দলের কারণে সেটা বাতিল হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি৷
বাইরের প্রতিবাদ বলতে ‘রিপাবলিকান ন্যাশনাল কমিটি' আরএনসি-র চিঠির কথা জানিয়েছে বার্তা সংস্থাগুলো৷ এসব চিঠিতে আরএনসি বলেছিল, হিলারিকে নিয়ে মুভি বা মিনিসিরিজ করলে সংশ্লিষ্ট চ্যানেলগুলোকে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে অনুষ্ঠিত দলের প্রাইমারি কাভার করতে দেয়া হবে না৷
ঐ প্রেসিডেন্ট নির্বাচনে যেহেতু ডেমোক্রেটিক দলের হয়ে হিলারির প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে তাই তাঁকে নিয়ে মুভি তৈরি হলে সেটা ভোটারদের মধ্যে বেশ ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা রিপাবলিকানদের৷
পুরো বিষয়টা নিয়ে হিলারি ক্লিন্টনের প্রতিক্রিয়া জানতে চাইলে তাঁর মুখপাত্র শুধু বলেন, ‘‘লাইটস, ক্যামেরা, নো রিঅ্যাকশন৷''
জেডএইচ/ডিজি (এএফপি, এপি)