1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হিন্দুস্থান রেকর্ডের ঘুরে দাঁড়ানো

১৮ জানুয়ারি ২০২৪

১৯৩২ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের স্বকণ্ঠে গাওয়া ‘তবু মনে রেখ’ গানটি রেকর্ড করে পথচলা শুরু করে হিন্দুস্থান রেকর্ড৷ উত্তর কলকাতার বাসিন্দা চন্ডীচরণ সাহা জার্মানি থেকে সংগীত রেকর্ড করার কৌশল শিখে এসে অক্রুর দত্ত লেনে এই সংস্থা প্রতিষ্ঠা করেন৷

https://p.dw.com/p/4bP4f

পঙ্কজ কুমার মল্লিক, শচীন দেব বর্মণ, পাহাড়ী সান্যাল থেকে শুরু করে দেবব্রত বিশ্বাসের গাওয়া রবীন্দ্রসংগীত, অন্তরা চৌধুরীর গাওয়া সলিল চৌধুরীর সুরে ছোটদের গান - বাংলা গানের জগত হিন্দুস্থান রেকর্ড ছাড়া ভাবা অসম্ভব৷ কুন্দনলাল সায়গল কোনোদিন হিন্দুস্থান রেকর্ডের লেবেলের বাইরে অন্য কোথাও গান রেকর্ড করেননি৷ নিউ থিয়েটার্সের সঙ্গে যুগলবন্দিতে বাংলা চলচ্চিত্রের গান রেকর্ড করারও পথিকৃৎ এই হিন্দুস্তান রেকর্ডই৷ গ্রামোফোন রেকর্ড থেকে ক্যাসেট, কম্প্যাক্ট ডিস্কের যুগ পেরিয়ে - বহু ঝড়ঝাপ্টা সামলে নতুন উদ্যমে ঘুরে দাঁড়িয়েছে এই সংস্থাটি৷ যে ডিজিটাল মাধ্যমকে অনেকেই দায়ী করেন সংগীত ব্যবসাকে অলাভজনক করে তোলার জন্য, সেই ডিজিটাল মাধ্যমের হাত ধরেই হিন্দুস্থান রেকর্ডের পুনরুত্থান৷