1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্বাস্থ্যসেবা কর্মসূচীর বিরুদ্ধে প্রতিরোধের মূল কারণ বর্ণবাদ নয় : ওবামা

১৯ সেপ্টেম্বর ২০০৯

প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টারের মন্তব্যকে প্রত্যাখ্যান করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানান, নিজ বর্ণের কারণে তিনি বেশ কিছু বিরোধিতার মুখোমুখি হলেও, স্বাস্থ্যসেবা কর্মসূচির বিরোধিতার পেছনে বর্ণবাদী মানসিকতা নেই৷

https://p.dw.com/p/Jkan
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাছবি: AP

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার বার্তা সংস্থা সিএনএন-কে বলেন, বর্ণের কারণে আমাকে পছন্দ করেন না এমন বহু মানুষ যে রয়েছেন, সে ব্যাপারে আমি নিশ্চিত৷ কিন্তু এই বিষয়টি সবকিছু ছাপিয়ে ওঠেনি৷ যদিও ওবামার কথায়, শুধু তাঁর বর্ণের কারণেও বহু মানুষ তাঁকে ভোট দিয়েছেন৷ দৃশ্যত, এ সপ্তাহে মার্কিন স্বাস্থ্যসেবার বিষয়টি নিয়ে যে বিতর্ক চলছিল তা আরও জোরালো হয় জিমি কার্টারের ঐ অভিযোগে৷ আর সেটা নিয়েই টিভি চ্যানেলটিকে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন ওবামা৷

এ বিষয়ে ওবামা-পত্নী মিশেল ওবামা সাংবাদিকদের জানান: প্রেসিডেন্ট নির্বাচনের দু-বছর ব্যাপী প্রচারাভিযানে বহু মহিলার সঙ্গে আমি কথা বলেছিলাম৷ তারা বারে বারে আমাকে এ কথাই জানিয়েছিল যে, বর্তমান স্বাস্থ্যসেবা কর্মসূচীর কাঠামোতে তারা একেবারে শেষ হয়ে যাচ্ছে৷ আর সে জন্যই এই কাঠামোর সংস্কার করতে আমরা লড়াই করে যাচ্ছি৷ এটাই তার আসল চেহারা৷

প্রসঙ্গত, স্বাস্থ্যসেবার সংস্কার নিয়ে সম্প্রতি কংগ্রেসে ওবামার ভাষণের সময় সাউথ ক্যারোলাইনার রিপাবলিকান প্রতিনিধি জো উইলসন ‘আপনি মিথ্যা বলছেন' বলে চিৎকার করে ওঠেন৷ শুধু তাই নয়, তাঁর সঙ্গে হাজার হাজার রক্ষণশীল ব্যক্তি ওবামা-বিরোধিতায় বিক্ষোভ প্রদর্শন করে ওয়াশিংটনে৷ এসব দেখার পর কার্টার বলেন, বর্ণবাদী মানসিকতা থেকেই মূলত ওবামার স্বাস্থ্যসেবা সংস্কার কর্মসূচির বিরোধিতা করা হচ্ছে৷ তিনি বলেন, ওবামার বিরুদ্ধে যে তীব্র ক্ষোভের উদগীরণ হচ্ছে তার বেশিরভাগের মূল কারণ তিনি একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি৷

অন্যদিকে, আফ্রিকান-আমেরিকান বংশোদ্ভূত ওবামা বলেন, রক্ষণশীলদের তরফ থেকে এরকম তীব্র সমালোচনার বাক্যবাণ অতীতেও ছোঁড়া হয়েছে৷ বলেন, আমার সম্পর্কে এখন যা বলা হচ্ছে তা ফ্রাঙ্কলিন রুজভেল্ট সম্পর্কেও বলা হয়েছিল৷ এমনকি, রোনাল্ড রিগ্যান বেশ কিছু বিষয়ে পরিবর্তন আনতে চাইলে, তাঁর সম্পর্কেও বলা হয়েছিল আপত্তিকর কথাবার্তা৷

প্রতিবেদক: দেবারতি গুহ, সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী