1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্বাগতিকদের জয় দিয়েই শুরু প্রমীলা বিশ্বকাপ

২৭ জুন ২০১১

টানা তৃতীয়বারের মতো প্রমীলা ফুটবল বিশ্বকাপের শিরোপা জয়ের নেশায় লড়ছে স্বাগতিক জার্মানি৷ উদ্বোধনী দিনে ২-১ গোলে ক্যানাডাকে হারিয়ে বিশ্বকাপের আসর জয় দিয়েই শুরু করল তারা৷ অপর খেলায় নাইজেরিয়াকে ১-০ গোলে হারালো ফ্রান্স৷

https://p.dw.com/p/11juh
A fan wearing a colourful dress wait for the beginning of the group A match between Germany and Canada at the Women’s Soccer World Cup in Berlin, Germany, Sunday, June 26, 2011. (Foto:Michael Sohn/AP/dapd)
প্রমীলা বিশ্বকাপ সাজছবি: dapd

বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে প্রমীলা ফুটবল বিশ্বকাপ উদ্বোধন করলেন জার্মান প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুল্ফ৷ উদ্বোধনী অনুষ্ঠানের পরই গ্রুপ এ'র প্রথম খেলায় ক্যানাডার বিরুদ্ধে মাঠে নামে স্বাগতিক জার্মানি৷ খেলা শুরুর মাত্র ১০ মিনিটেই প্রথম গোল করেন জার্মানির মধ্যমাঠের খেলোয়াড় ক্যার্স্টিন গারেফ্রেকেস৷ ফলে একটু অতিরিক্ত চাপে পড়ে যায় কোচ ক্যারোলিনা মোরেসের দল৷ এর মধ্যেই ৪২ মিনিটে দ্বিতীয় গোল করে স্বাগতিকদের জয় অনেকটা নিশ্চিত করেন সেলিয়া ওকোইনো ডা মাবি৷

তবে বিরতির সময় দলের সদস্যদের বেশ ভালোমতোই যুদ্ধকাঠামোয় সাজিয়ে দেন ইটালীয় বংশোদ্ভূত কোচ মোরেস৷ ফলে কোচ সিলভিয়া নাইডের মেয়েরা শেষ পর্যন্ত আর গোল করার সুযোগ করে উঠতে পারেননি৷ বরং খেলার শেষ পর্যায়ে ৮২ মিনিটে একটি গোল শোধ করেন ক্যানাডার অধিনায়ক ক্রিস্টিনা সিনক্লেয়ার৷ ফলে একটি গোল খেয়েও জয়ের মধ্য দিয়েই শিরোপার লড়াই শুরু করল জার্মানি৷

Germany's Celia Okoyino Da Mbabi, 2nd left, scores her side 2nd goal past Canada goalkeeper Erin McLeod, right, during the group A match between Germany and Canada at the Women’s Soccer World Cup in Berlin, Germany, Sunday, June 26, 2011. (Foto:Markus Schreiber/AP/dapd)
ছবি: picture alliance/dpa

প্রথম গোলদাতা জার্মান তারকা গারেফ্রেকেস অবশ্য স্বীকার করেছেন যে, আসরের প্রথম খেলা হিসেবে কিছুটা বিচলিত ছিলেন তাঁরা৷ তবে এখনও আরো ভালো করার সুযোগ রয়েছে আর সেটা তাঁরা অবশ্যই করবেন বলে মন্তব্য করলেন গারেফ্রেকেস৷ অন্যদিকে, খেলার প্রথমার্ধেই জার্মান প্রমীলার সাথে সজোরে ধাক্কায় নাক ভেঙে গেছে ক্যানাডীয় অধিনায়ক সিনক্লেয়ারের৷ হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন৷ তবুও মনের জোর বেশ ২৮ বছর বয়সি এই তারকার৷ ভাঙা নাক নিয়েই দ্বিতীয়ার্ধে একটি গোল করেছেন এবং আগামী ম্যাচেও খেলবেন বলেই শোনা যাচ্ছে৷

এদিকে, উদ্বোধনী অনুষ্ঠানের আগেই রবিবারের প্রথম খেলায় মুখোমুখি হয় ফ্রান্স এবং নাইজেরিয়া৷ জার্মানির দক্ষিণের শহর জিন্সহাইমে দু'পক্ষই বেশ কিছু গোল করার সুযোগ পেয়েও শেষ পর্যন্ত বল জালে ছোঁয়াতে পারছিল না৷ তবে খেলার ৫৬ মিনিটে একমাত্র গোলটি করেন ২৩ বছর বয়সি ফরাসি তারকা মেরি-লরি ডেলি৷ ফলে জোর লড়াই চালিয়েও ১-০ গোলে হারতে হলো নাইজেরিয়াকে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য