1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্থানীয় নির্বাচনে নিরঙ্কুশভাবে জয়ী পুটিনের ‘ইউনাইটেড রাশিয়া পার্টি’

১৩ অক্টোবর ২০০৯

রুশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুটিনের দল ‘ইউনাইটেড রাশিয়া পার্টি’ সে দেশের আঞ্চলিক এবং জেলা পর্যায়ের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে৷ আর এদিকে, ইরান নিয়ে আলোচনা করতে মস্কো পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন৷

https://p.dw.com/p/K4t7
রুশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুটিনছবি: picture-alliance/dpa

নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার মোট ৭৫টি প্রদেশে অনুষ্ঠিত এই নির্বাচনে, শতকরা প্রায় ৮০ ভাগ পদেই বিজয়ী হয়েছে পুটিনের দল৷ অর্থাৎ, মস্কোসহ দেশের বিভিন্ন জায়গায় প্রো-ক্রেমলিন এই দল ৬৬ শতাংশ ভোট পেয়েছে৷ যেখানে কমিউনিস্টরা পেয়েছে মাত্র ১৩ শতাংশ ভোট৷ এছাড়া, ইয়াবলোকো সহ দেশের অন্য আর কোনো দল সরকারে আসার জন্য প্রয়োজনীয় সাত শতাংশ ভোট পায়নি৷

ইউনাইটেড রাশিয়া পার্টির পক্ষ থেকে বলা হয়েছে যে, এই বিজয় ভোটারদের কাছে তাদের ব্যাপক গ্রহণযোগ্যতা স্পষ্ট করে দিয়েছে৷ তাই এই জয়ের ফলে রুশ রাজনীতিতে নিজস্ব আধিপত্য আরো জোরদার করতে যাচ্ছেন পুটিন৷ কিন্তু বিরোধীরা জানিয়েছে, এই নির্বাচন শুধুমাত্র দেশের রাজনৈতিক ব্যবস্থায় দুর্নীতির কথাই প্রমাণ করে৷ তাই স্থানীয় এই নির্বাচন মুক্ত ও অবাধ ছিল না বলে মন্তব্য করেছে দেশের একটি নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ‘গোলোস'৷ তাদের দাবি, নির্বাচনে ব্যাপক হারে কারচুপি এবং পেশি শক্তির ব্যবহার করা হয়েছে৷ তাছাড়া, সোমবার প্রায় ৫০ জন বিরোধীকে বিক্ষোভ প্রদর্শনের অছিলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কমিউনিস্ট নেতা গেনাডি জুগানভ৷ প্রসঙ্গত, এবারের নির্বাচনে প্রায় তিন কোটি ভোটার ভোট দিয়েছিলেন৷

Hillary Rodham Clinton USA Wahlen
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনছবি: AP Photo/M. Spencer Green

অন্যদিকে, সোমবার সন্ধ্যায় রুশ রাজধানী মস্কোয় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন৷ উদ্দেশ্য একটাই - ইরানের ওপর সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রশ্নে রাশিয়ার সাহায্য আদায় করা৷ হিলারি বলেন, তেহরান যে পরমাণু অস্ত্র বানাচ্ছে না - তার প্রমাণের অপেক্ষায় অনির্দিষ্টকাল ধরে বসে থাকতে পারে না বিশ্ব৷ তাই শীঘ্রই একটা সিদ্ধান্তে আসতে হবে পশ্চিমাদের৷ উল্লেখ্য, এ মাসের শুরুতে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনার জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ এবং বিশ্বের ছয় পরাশক্তির একটি বৈঠক অনুষ্ঠিত হয় জেনেভায়৷ যাতে জাতিসংঘের পর্যবেক্ষকদের পরমাণু স্থাপনা পরিদর্শনের অনুমতি দিতে রাজি হয় ইরান৷ যদিও, বিশ্বের শক্তিগুলির সঙ্গে কোন চুক্তি না হলে, ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রযুক্তি এবং গবেষণা চুল্লির জন্য জ্বালানি তাদের রয়েছে বলেও হুমকি দেয় তেহেরান৷ তাই এবার শুধু কথা নয়, কথাকে কাজে পরিণত হতে দেখতে চান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী৷ আর সে কারণেই মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ-এর সঙ্গে বৈঠক করবেন হিলারি৷ এছাড়া, আগামী ১৯শে অক্টোবর পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বশক্তিগুলির সঙ্গে আরো একটি বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে ভিয়েনায়৷

প্রতিবেদক: দেবারতি গুহ

সম্পাদনা: রিয়াজুল ইসলাম