1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সৌর সেল প্রযুক্তি বদলে দিতে পারে বিদ্যুৎ উৎপাদনের চিত্র

১০ আগস্ট ২০১০

সৌর তেজস্ক্রিয়তার আলো ও তাপ যুগপৎভাবে ব্যবহার করে বানানো সৌর সেল প্রযুক্তি বদলে দিতে পারে বিদ্যুৎ উৎপাদনের চিত্র৷ আর এই প্রযুক্তি ব্যবহার করে বর্তমানের চেয়ে উৎপাদন বাড়ানো সম্ভব দ্বিগুণেরও বেশি৷

https://p.dw.com/p/OgdF
ছবি: picture-alliance/dpa

সম্প্রতি বিজ্ঞানীরা গবেষণায় উঠে এসেছে এই চিত্র৷ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীরা এটি আবিষ্কার করেছেন৷ তাদের মতে নতুন সৌর বিদ্যুৎ রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে সৌর সেলের দক্ষতা দ্বিগুণ করা সম্ভব৷ এই বিষযটি তাঁরা প্রমাণ করেছেন হাতে কলমে৷ নতুন এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ফোটন এনহ্যান্সড থারমিওনিক এমিসন বা পিইটিই৷ এই প্রক্রিয়া যথেষ্ট পরিমাণে সৌর বিদ্যুৎ উৎপাদনের খরচ কমাতে পারে, যা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে তেলের শক্তির সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে৷ বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সৌর শক্তি দ্বিগুণেরও বেশি করার জন্যে, সূর্য থেকে কিভাবে তাপ এবং আলো যুগপৎভাবে ব্যবহার করতে হবে- স্ট্যানফোর্ডের প্রকৌশলীরা তাও দেখিয়েছেন৷ দেখা যাচ্ছে, তেলের সঙ্গে প্রতিযোগিতার ক্ষেত্রে এর ব্যয় যথেষ্ট কম পড়বে৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. আমেনা বেগম এ বিষয়ে বলেন, বাংলাদেশে সৌর বিদ্যুৎ উৎপাদনকে সহজলভ্য করতে পারছে না কেন? তিনি বলেছেন এরজন্যে সরকারি পৃষ্ঠপোষকতা খুবই জরুরি৷ সেই সঙ্গে বাজার সৃষ্টি করতে হবে৷ তিনি বলেন, এই ক্ষেত্রে বাংলাদেশে সরকারি পৃষ্ঠপোষকতার অভাব রয়েছে৷

এদিকে, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেটিরিয়ালস সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর সহযোগী অধ্যাপক এবং গবেষণা দলের প্রধান নিক মেলোস বলেছেন, সৌর শক্তি রূপান্তরের নতুন এই প্রক্রিয়াটি যুগান্তকারী ব্যাপার, শুধু নতুন মাধ্যম বা সম্পূর্ণ পৃথক প্রক্রিয়া নয়, বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এটি মূলত কাঠামোগতভাবেই একটি ভিন্ন ব্যাপার৷ অধ্যাপক মেলোসের উক্তি, এই প্রক্রিয়া আবিষ্কার এক বিরাট ব্যাপার, এটিই সবাইকে জানাতে হবে৷

মেলোস বলেন, আমাদের জানাতে হবে যে নতুন এই প্রক্রিয়াটি স্বীকৃত ফটোভোলটাইক কারিগরির ওপর ভিত্তি করে তৈরি করা হয়নি৷ কিন্তু অত্যন্ত উচ্চ তাপে এই প্রক্রিয়া থেকে ফটোভোলটাইকের মতোই কাজ আদায় করা সম্ভব৷ তিনি বলেন, আসলে উচ্চ তাপমাত্রায় এই প্রক্রিয়া খুব ভালো কাজ করে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সাগর সরওয়ার