1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সোচির ক্রীড়াঙ্গনে রাজনীতির ছোঁয়া

১১ ফেব্রুয়ারি ২০১৪

এবারের সোচি অলিম্পিক যতটা না খেলার জন্য, তার চেয়ে বেশি আলোচিত হচ্ছে রাজনৈতিক কারণে৷ আর এ কারণেই হয়ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকেও দেখা যাচ্ছে কিছুটা সমঝোতাপূর্ণ মেজাজে৷

https://p.dw.com/p/1B6Hh
ছবি: picture-alliance/dpa

যে কোনো খেলা মানেই হার-জিত৷ আর জয় যেখানে সেখানেই উদযাপন৷ সোচি-র শীতকালীন অলিম্পিকও এর ব্যতিক্রম নয়৷ সেখানে হল্যান্ড হেইনেকেন হাউসটি কেবলই জয় উদযাপনের জন্য৷ রাত বাড়লেই শুরু হয় লাইভ কনসার্ট, পার্টি, ভক্তদের হৈ-হুল্লোড়৷

রবিবার রাশিয়ার আইস ড্যান্স টিম স্বর্ণ জেতার সময় সেখানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷ অথচ নিজ দেশের দলের সাথে সেই জয় উদযাপন ভাগ না করে চলে যান অন্য দলের বিজয় উদযাপনে৷ রবিবার রাতে স্পিড স্কেটার-এ স্বর্ণজয়ী ডাচ প্রতিযোগী আইরিন ভুস্ট তার বিজয় উদযাপন করছিলেন নিজ দেশের প্রতিযোগী ও ভক্তদের সাথে৷ এদিন সকালে তিন হাজার মিটারে স্বর্ণ জিতেছিলেন তিনি৷

হঠাৎ সেখানে উপস্থিত হন পুটিন, আলিঙ্গন করে শুভেচ্ছা জানান আইরিনকে৷ নেদারল্যান্ডস এর জাতীয় সংবাদ সংস্থা এনওএস কে আইরিন জানান, ‘‘তিনি আমাকে অভিনন্দন জানান এবং রাশিয়ায় এসে কোনো সমস্যা হচ্ছে কিনা জিজ্ঞাসা করেন৷ এরপর তার কিছু না বলেই চলে যান৷''

সম্প্রতি কয়েক মাস ধরে নেদারল্যান্ডস এবং রাশিয়ার মধ্যে রাজনৈতিক কিছু বিষয়ে উত্তেজনা বিরাজ করছে৷ দ্য হেগ-এ একজন রুশ কূটনীতিকের পুলিশের হাতে আটক হওয়া এবং রাশিয়ায় দেশটির বিরুদ্ধে বিক্ষোভের সময় ডাচ ফ্ল্যাগবহনকারী একটি জাহাজকে ক্রু-সহ আটক করায় দুদেশের মধ্যে টানাপোড়েন শুরু হয়৷

এপিবি/এসবি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য