1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চান নবীন সাংসদরা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১ জানুয়ারি ২০০৯

এবারের সংসদে নতুন মুখের ছড়াছড়ি৷ আওয়ামী লীগে অন্তত ৫০ জন সংসদ সদস্য একেবারেই নতুন৷ এবারই তারা প্রথম নির্বাচনে দাঁড়িয়েছেন এবং জয় পেয়েছেন৷ তারা রাজনীতিকে দেখছেন দেশ ও দেশের মানুষকে সেবা করার মাধ্যম হিসাবে৷

https://p.dw.com/p/GQ2k
এবারের নির্বাচনে অনেক নতুন মুখ জয়ী হয়েছেছবি: Mustafiz Mamun

এ জন্য তারা প্রথমেই মনে করেন সংসদকে কার্যকর করতে হবে৷ আর সর্বাধিক গুরুত্ব দিতে হবে দ্রব্যমূল্যকে৷

নতুন সংসদ সদস্যদের একজন ডা. দীপু মনি৷ তিনি চাঁদপুর এলাকা থেকে নির্বাচিত হয়েছেন৷ শেখ হাসিনার প্রথম সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত হয়েছিলেন৷ সদা হাস্যোজ্জ্বল এই নবীন সাংসদের সরাসরি কথা, সাধারণ মানুষের কষ্ট দূর করতে হবে৷ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দ্রব্যমূল্য কমানোর প্রতিশ্রুতি দেয়া হয়েছে৷ তা অবশ্যই বাস্তবায়ন করতে হবে৷ তিনি বলেন, শুধু দ্রব্যমূল্য নয়, নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে সবই বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে৷

Bangladesch Wahlen 2008
এবার বিপুল ভোটে জয়ী আওয়ামী লীগছবি: Mustafiz Mamun

যুবলীগ নেতা জাহাঙ্গীর কবির নানক নির্বাচিত হয়েছেন ঢাকা থেকে৷ তিনি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার পক্ষে৷ তিনি মনে করেন, বিরোধীদলের প্রতি সহনশীল আচরণ করতে হবে৷ দেখাতে হবে উদার দৃষ্টিভঙ্গী৷ বিরোধীদল ছাড়া সংসদীয় গণতন্ত্র কার্যকর করা সম্ভব নয়৷

ড. হাসান মাহমুদ আরও একজন নতুন সংসদ সদস্য৷ তিনি শেখ হাসিনার ব্যাক্তিগত কর্মকতা হিসেবেও কাজ করেছেন৷ চট্টগ্রাম থেকে নির্বাচন করে জয় পাওয়া এই তরুণ সাংসদ শিক্ষাক্ষেত্রে ভূমিকা রাখতে চান৷ তিনি বলেন, আওয়ামী লীগ স্নাতক শ্রেণী পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার যে প্রতিশ্রুতি দিয়েছে তা অবশ্যই বাস্তবায়ন করতে হবে৷

ঢাকা থেকে নির্বাচিত আরেক নবীন সাংসদ এডভোকেট সানজীদা খানম৷ তিনি নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন ছাড়াও নারী উন্নয়নে ভূমিকা রাখতে চান৷ তাঁর মতে, সরকারেও নারীদের ভূমিকার ব্যবস্থা রাখতে হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য