1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিসুদান

সুদান সংকটে হুমকিতে সাহেল অঞ্চলের নিরাপত্তা

১০ মে ২০২৩

সুদানে চলমান লড়াইয়ে হাজার হাজার মানুষ দেশ ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন৷ এর ফলে আশেপাশের এলাকাতেও তৈরি হচ্ছে মানবিক জরুরি অবস্থা৷ বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, পুরো সাহেল অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি বিপজ্জনক রূপ নিয়েছে৷

https://p.dw.com/p/4R8oq
জাতিসংঘের আশঙ্কা, সুদানের লড়াইয়ের ফলে ‘সুবিধাবাদী এবং ভাড়াটে যোদ্ধারা' আকৃষ্ট হচ্ছে৷
জাতিসংঘের আশঙ্কা, সুদানের লড়াইয়ের ফলে ‘সুবিধাবাদী এবং ভাড়াটে যোদ্ধারা' আকৃষ্ট হচ্ছে৷ছবি: GUEIPEUR DENIS SASSOU/AFP

সুদানে যুদ্ধের দ্রুত সমাধানের আশা ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে৷ সৌদি আরবের জেদ্দায় গত সপ্তাহে যুদ্ধরত দুই পক্ষের মধ্যে আলোচনা হয়৷ কিন্তু তাতে যে খুব একটা লাভ হয়নি, খার্তুমে সাম্প্রতিক বিমান হামলাই তার প্রমাণ৷

হাজার হাজার বেসামরিক মানুষ এরই মধ্যে দেশটি ছেড়ে পার্শ্ববর্তী নানা দেশে পালিয়েছেন৷ প্রতিবেশী দেশগুলোতে বিপর্যয়কর মানবিক সংকট ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘ৷

আফ্রিকার সাহেল অঞ্চল
আফ্রিকার সাহেল অঞ্চল

অস্ত্রের সরবরাহ বাড়ছে

ফ্রিডরিশ এবার্ট ইনস্টিটিউট - এফইএস এর হেনরিক মাইহাক মনে করেন, ‘‘বর্তমানে সহিংসতা বন্ধ করার বিষয়ে কোনো আঞ্চলিক ঐকমত্য না থাকার ফলে বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে৷''

ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘হর্ন অফ আফ্রিকা অঞ্চলে, প্রতিবেশী দেশগুলির মধ্যে কোনো কার্যকর যৌথ নিরাপত্তা ব্যবস্থা নেই৷ নিরাপত্তাব্যবস্থা প্রায়শই একে অপরের বিরুদ্ধে কাজে লাগানো হয়৷''

জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফলকার পের্থেসও সম্প্রতি ডয়চে ভেলেকে বলেন, সুদানের লড়াইয়ের ফলে ‘সুবিধাবাদী এবং ভাড়াটে যোদ্ধারা' আকৃষ্ট হচ্ছে৷

আরেকটি বিপদ হচ্ছে ছোট আকারের অস্ত্রের সরবরাহ বৃদ্ধি৷ সুদানের সীমানা অতিক্রম করে মহাদেশের অপর প্রান্তের দেশ মালি এবং বুরকিনা ফাসোতেও এসব অস্ত্র পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা মাইহাকের৷

মাইহাকের মতে, এই দেশগুলোতে এমনিতেই সশস্ত্র নানা গোষ্ঠী সক্রিয়৷ নতুন অস্ত্রের সরবরাহ সাহেল অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ করে তুলবে৷ তিনি সতর্ক করেছেন যে এরই মধ্যে দুটি সংকটাপন্ন অঞ্চল- হর্ন অফ আফ্রিকা এবং সাহেলের পরিস্থিতি আরো জটিল হয়ে পড়বে সুদান যুদ্ধের কারণে৷

তীব্রতর হচ্ছে মানবিক সংকট

মাইহাক বলেন, যুদ্ধ শুরু হওয়ার আগেও সোমালিয়া, সুদান এবং দক্ষিণ সুদানে মানবিক জরুরি অবস্থা ছিল, ত্রাণ তহবিল কম ছিল৷

১৫ এপ্রিল থেকে জেনারেল আবদেল-ফাত্তাহ বুরহানের অনুগত সামরিক বাহিনী এবং প্রতিদ্বন্দ্বী জেনারেল মোহাম্মদ হামদান ডাগালোর ব়্যাপিড সাপোর্ট ফোর্সেস এর মধ্যে লড়াই চলছে৷

তাদের এই আধিপত্য বিস্তারের লড়াই প্রতিবেশী দেশগুলোকেও চাপে ফেলেছে৷ এই দেশগুলোর বেশ কয়েকটি হয় সামরিক শাসনের অধীনে রয়েছে, অথবা অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে৷ সুদান থেকে হাজার হাজার শরণার্থী সীমান্ত পাড়ি দিয়ে দক্ষিণ সুদান, চাদ বা সেন্ট্রাল আফ্রিকান প্রজাতন্ত্রে চলে যাচ্ছেন৷ আরও দূরের দেশেও শরণার্থী সংকট ছড়িয়ে যেতে পারে৷

মার্টিনা শ্ভিকোভস্কি/এডিকে