1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুদানে সোনার খনিতে ধস, মৃত অন্তত ৩১

২৯ ডিসেম্বর ২০২১

সুদানে সোনার খনিতে ভয়াবহ ধস নামায় অন্ততপক্ষে ৩১ জন মারা গেছেন। খনি বন্ধ রেখে উদ্ধার কাজ চলছে।

https://p.dw.com/p/44wUc
খনি থেকে সোনা পেয়েছেন এক শ্রমিক। সুদানে সোনার খোঁজ করেন ২০ লাখ মানুষ।ছবি: Hannah McNeish/AFP/Getty Images

পশ্চিম সুদানে একটি বেসরকারি সোনার খনিতে ধস নামে। এই সোনার খনিটি খার্তুম থেকে পাঁচশ কিলোমিটার পশ্চিমে। খনির নাম দারসায়া মাইনস।

এখনো পর্যন্ত যা জানা গেছে

সুদানের মিনারেল রিসোর্স কোম্পানির প্রধান জানিয়েছেন, বেশ কিছু খনি শ্রমিক আহত। ভয়ংকর ধসের ফলে এতজন মানুষের মৃত্যু হয়েছে।

সংবাদসংস্থা এপি স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, অন্তত ৩৮ জন মারা গেছেন এবং আটজন গুরুতর আহত হয়েছেন।

সামাজিক মাধ্যমে দেয়া ছবি থেকে দেখা যাচ্ছে, গ্রামের মানুষ মাটি সরানোর যন্ত্রপাতি নিয়ে ভিড় করেছেন এবং তারা মাটি সরিয়ে মৃত ও আহতদের উদ্ধার করার চেষ্টা করছেন। এছাড়া মৃতদের কবর দেয়ার কাজও শুরু হয়েছে।

একজন কর্মকর্তা জানিয়েছেন, ওই খনিতেই জানুয়ারিতে চারজন মারা গেছিলেন। দুর্ঘটনার পর সরকার খনি বন্ধ করে দেয় এবং নিরাপত্তারক্ষীদের মোতায়েন করে। কয়েক মাস আগে নিরাপত্তারক্ষীরা চলে যায়।

কেন সোনার খনিগুলি নিরাপদ নয়?

সুদান হলো বিশ্বের গরিব দেশগুলির মধ্যে অন্যতম। এক দশক আগে মুদ্রাস্ফীতি বাড়তে থাকার পর খনি থেকে সোনা তোলার প্রবণতা অনেক বেড়ে যায়।  সুদানে প্রায় ২০ লাখ মানুষ সোনার খোঁজ করতে থাকেন। তারা হামেশাই আধা-আইনি খনিতে কাজ করতে থাকেন। সেখানে নিরাপত্তা ব্যবস্থা নেই বললেই চলে। এভাবেই সুদানে প্রতি বছর প্রচুর পরিমাণ সোনা তোলা হয়। ২০২০ সালে সুদানে ৩৬ দশমিক ছয় টন সোনা তোলা হয়েছিল।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)