1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুইজারল্যান্ডে নিয়োজিত রাষ্ট্রদূতকে দেশে তলব করলো ইসরায়েল

দেবারতি গুহ২১ এপ্রিল ২০০৯

সুইজারল্যান্ডের জেনেভা শহরে অনুষ্ঠিত বর্ণবৈষম্য বিরোধী আন্তর্জাতিক সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে আমন্ত্রণ করায়, ইসরায়েল সুইজারল্যান্ডে নিয়োজিত ইসরায়েলি রাষ্ট্রদূতকে দেশে তলব করেছে৷

https://p.dw.com/p/Hb0Z
জেনেভায় ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের বিরুদ্ধে বিক্ষোভরত জনতাছবি: AP

সোমবার জেনেভায় হলোকস্ট স্মরণ দিবসে অনুষ্ঠিত বর্ণবৈষম্য বিরোধী আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময়, ইসরায়েলকে ‘সবচেয়ে নিষ্ঠুর এবং বর্ণবাদী সরকার’ বলে অভিযোগ করেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ৷ আহমাদিনেজাদের কথায় : এ ধরণের সম্মেলন বর্জন করাটা বর্ণবাদ সমর্থন করারই সংকেত৷ তাই সারা বিশ্বকে অস্থিতিশীল করার জন্য আমেরিকা, ইউরোপ এবং ইসরায়েলকে দায়ী করেন আহমাদিনেজাদ৷

ফলত, ইউরোপীয় ইউনিয়নের বেশ কিছু প্রতিনিধি সভাস্থল ছেড়ে বেরিয়ে যান৷ এমনকি, বেশ কিছু প্রতিবাদকারী সে সময় আহমাদিনেজাদকে উদ্দেশ্য করে ‘রেসিস্ট, রেসিস্ট’ বলে চিৎকার দেয়৷ অন্যদিকে, ফ্রান্স ইরানি প্রেসিডেন্টের ঐ মন্তব্যের বিরুদ্ধে একটি শক্ত এবং ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার জন্য ইউরোপীয় দেশসমূহকে আহ্বান জানায়৷

Mahmoud Ahmadinejad Antirassismus Konferenz in Genf
‘ইসরায়েল সবচেয়ে নিষ্ঠুর এবং বর্ণবাদী সরকার’: আহমাদিনেজাদছবি: AP

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক এ বিষয়ে বলেন : ইউরোপে নাৎসিবাদের ৬৫ বছর পর, বর্ণবাদ বিরোধী এমন একটি আন্তর্জাতিক সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে আমন্ত্রণ করার ঘটনাই বর্তমান সময়ের মানসিকতা প্রমান করে৷

উল্লেখ্য, সম্মেলনের জন্য প্রণীত খসড়া দলিলটি কয়েকবার সংশোধন করা হলেও, বেশ কিছু পশ্চিমা দেশ তাদের আপত্তি জানায়৷ তাদের ধারণা, ২০০১ সালের মতো এবারেও ইসরায়েলের সমালোচনার প্লাটফর্ম হিসাবে ব্যবহৃত হতে পারে সম্মেলনটি৷ তাছাড়া, মুসলিম দেশগুলি 'ধর্মীয় উস্কানি' এবং 'ধর্মের মানহানি' নিষিদ্ধ করার লক্ষ্যে জাতিসংঘের এই ফোরামকে কাজে লাগাতে পারে বলে উদ্বেগ প্রকাশ করে তারা৷

এদিকে, সম্মলন উদ্বোধনকারী জাতিসংঘের মহাসচিব বান কি-মুন আহমাদিনেজাদের ঐ বক্তৃতাকে বিভক্তিমূলক এবং দুঃখজনক বলে মন্তব্য করেন৷ তবে পৃথিবীতে বিভিন্ন ধরণের বর্ণবাদ এখনও বিদ্যমান থাকা সত্ত্বেও পশ্চিমা দেশগুলি এ সম্মেলন বর্জন করায় মহাসচিব নিজেকে 'গভীরভাবে হতাশ' বলেও উল্লেখ করেন৷ তিনি বলেন, সময়ের দাবি অনুযায়ী আমরা নতুন ঐক্যের পথ খোঁজার চেষ্টা করছি৷ অথচ অতীতের দুর্বলতা এবং অনৈক্য থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছি না৷

18.07.2006 projekt zukunft fragezeichen
এই ছবিটিকেই খুঁজছেন আপনি৷ ছবিটির ডেট: 21/04 এবং কোড: 5441 পাঠিয়ে দিন bengali@dw-world.de ঠিকানায় অথবা এসএমএস করুন 0088 0173 030 2205, ভারত: 0091 98309 97232 নম্বরে৷ এই প্রতিযোগিতায় অংশ নিয়ে জিততে পারেন আকর্ষণীয় সারপ্রাইজ গিফট ...ছবি: DW-TV

অন্যদিকে, ইসরায়েলের বিরুদ্ধে আহমাদিনেজাদের তীব্র আক্রমণে সম্মেলন থেকে ওয়াক আউট করা ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার গুডারহাম বলেন, যে জাতিসংঘের বর্ণবাদ সম্মেলনে ইহুদিদের বিরুদ্ধে এরকম ক্রুদ্ধ কথাবার্তার জায়গা নেই৷ আর জার্মানিতে ইহুদিদের কেন্দ্রিয় সংগঠনের প্রধান ডিটার গ্রাওমান জানান : ইরেনের প্রেসিডেন্ট ইতিপূর্বে হলোকস্টকে 'কাল্পনিক রূপকথা' বলে উল্লেখ করেছিলেন৷ বলেছিলেন ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার কথা৷ তাই তাঁর মুখে মনবাধিকার রক্ষার প্রসঙ্গ সত্যিই হাস্যকর৷

প্রসঙ্গত, ইসরায়েলকে সমালোচনা করার প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহৃত হওয়া নিয়ে উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশ অস্ট্রেলিয়া, কানাডা, পোল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও জার্মানি সহ বিশ্বের ৯-টি দেশ আগেই এই সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নিয়েছিল৷ উল্লেখ্য, সুইজারল্যান্ডের জেনেভা শহরে অনুষ্ঠিত এ সম্মেলন চলবে আরো ৪ দিন৷