1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুইজারল্যান্ডে জঙ্গি হামলা

২৫ নভেম্বর ২০২০

ছুরি নিয়ে একটি ডিপার্টমেন্টাল স্টোরে হামলা চালায় আক্রমণকারী। তবে বড়সড় দুর্ঘটনা ঘটেনি।

https://p.dw.com/p/3lmgy
ছবি: Pablo Gianinazzi/KEYSTONE/picture alliance

সুইজারল্যান্ডের লুগানোয় সন্ত্রাসবাদী হামলা। ছুরির আঘাতে আহত দুই নারী। তবে কারো মৃত্যু হয়নি। আক্রমণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগেও জেহাদি কার্যকলাপের জন্য তার উপর নজরদারি চালিয়েছিল সুইস পুলিশ এবং গোয়েন্দারা।

ঘটনার সূত্রপাত লুগানোর একটি ডিপার্টমেন্টাল স্টোরে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে সেখানে বেশ ভিড় ছিল। আক্রমণকারী নারী একটি ছুরি নিয়ে দোকানে ঢুকে পড়ে। প্রথমে এক নারীর গলায় ছুরি ধরে আক্রমণকারী। গুরুতর আহত হন তিনি। এরপর আরো এক নারীকে ছুরি নিয়ে আক্রমণ করে সে। ততক্ষণে দোকানের অন্য লোকেরা পিছন থেকে ধরে ফেলেন আক্রমণকারীকে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ। ফলে আক্রমণকারী আর কিছু করে উঠতে পারেনি।

ফ্রান্সে ঐক্যের ডাক দিলেন মাক্রোঁ

পুলিশের সন্দেহ, ওই আক্রমণকারী সম্ভবত একা ছিলেন না। আরো বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। আক্রমণকারীকে জেরা করা করা হচ্ছে। অন্য দিকে আহত দুই নারীর একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি গুরুতর আহত হয়েছেন। অন্যজনের আঘাত খুব বেশি নয়।

পুলিশ জানিয়েছে, ২০১৭ সালে আক্রমণকারীর উপর নজরদারি চালানো হয়েছিল। ২৮ বছরের ওই নারী আগেও জিহাদি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশের অনুমান। ওই নারীর পিছনে আরো কেউ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার নিন্দা করে বিবৃতি দিয়েছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর। কিছুদিন আগে ভিয়েনাতেও একই ধরনের ঘটনা ঘটেছিল। নিহত হয়েছিলেন সাধারণ মানুষ।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)