‘সিরীয়দের ফেরত পাঠানো নিরাপদ নয়'
২০ নভেম্বর ২০১৮এইমেয়াদ আরো বাড়ানো হবে কিনা তা নিয়ে আলোচনা করতে জার্মানির সব রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের চলতি মাসের শেষদিকে বৈঠকে বসার কথা রয়েছে৷ সব রাজ্য যদি সময় বাড়াতে একমত হয় তাহলেই সেটি কার্যকর হবে৷
জার্মানির চার গণমাধ্যম - স্যুডডয়চে সাইটুং, রিডাকসিয়ুনসনেৎসভ্যার্ক ডয়েচলান্ড, এনডিআর ও ডাব্লিউডিআর - পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনটি দেখেছে৷
প্রতিবেদনে যা বলা হয়েছে:
- নির্যাতিত মানুষদের জন্য সিরিয়ার কোথাও দীর্ঘমেয়াদি ও বিশ্বস্ত নিরাপত্তার জায়গা নেই৷
- ১৮ থেকে ৪২ বছর বয়সি সিরীয়রা ফেরত যাওয়ার পর তাদের সামরিক বাহিনীতে যোগ দিতে বাধ্য করা হতে পারে কিংবা জেল দেয়া হতে পারে৷
- ২০১৪ সাল থেকে শিশুদের জোর করে সামরিক বাহিনীতে নিয়োগ দেয়ার সংখ্যা প্রতিবছর বাড়ছে৷
- অনেকে ফেরত যাওয়া সিরীয়দের ভীতু, দেশদ্রোহী কিংবা সন্ত্রাসীদের সমর্থক হিসেবে দেখে থাকে৷
- সরকারবিরোধীদের পরিবারের সদস্য, বিশেষ করে নারী ও শিশুদের আটক ও নির্যাতন করার অসংখ্য উদাহরণ আছে৷
- ২০১১ সালের পর থেকে নির্যাতনের কারণে প্রায় ১৩ হাজার জনের মৃত্যুর নিশ্চিত তথ্য আছে৷
- সিরিয়ার সামরিক বাহিনীর সদস্য ও তাদের সমর্থিত গোষ্ঠীর সদস্যরা নারীদের ধর্ষণ ও নির্যাতন করে থাকে৷
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জার্মানির দুটি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সিরীয়দের মধ্যে যারা অপরাধ করেছে এবং যারা সন্ত্রাসী হামলা চালাতে পারে বলে সন্দেহ করা হয়, তাদের ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন৷
জাতিসংঘ বলছে, সিরিয়ায় সংঘাত কমে এলেও শরণার্থীদের দেশে ফিরে যেতে বাধ্য করা উচিত হবে না৷
সাত বছর ধরে চলা যুদ্ধে তিন লক্ষ ৬০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ লক্ষ লক্ষ মানুষ গৃহচ্যুত হয়েছেন৷
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে,সিরিয়ায় এক কোটি ৮০ লক্ষ মানুষ বাস করে৷এর মধ্যে এক কোটি ৩০ লক্ষ মানুষের সহায়তা প্রয়োজন৷ আর ৫৬ লক্ষ মানুষের প্রয়োজন জরুরি সহায়তা৷
জেডএইচ/এসিবি (ডিপিএ, কেএনএ)