সিরিয়ায় আটকে পড়া ৭৫ ভারতীয়কে উদ্ধার করে লেবাননে
১১ ডিসেম্বর ২০২৪পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, এই ৭৫ জনের মধ্যে ৪৪ জন জম্মু ও কাশ্মীরের মানুষ, যারা তীর্থযাত্রার জন্য সিরিয়ায় গেছিলেন। কিন্তু সিরিয়ার দ্রুত রাজনৈতিক পটপরিবর্তনের ফলে তারা আটকে পড়েছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৭৫ জন ভারতীয় নিরাপদে সিরিয়ার সীমান্ত পার করেছেন এবং তারা লেবাননে পৌঁছে গেছেন। তারা বিমানে করে লেবানন থেকে ভারতে ফিরবেন।
দামাস্ক ও বৈরুতে ভারতীয় দূতাবাস নিজেদের মধ্যে সমন্বয় করে ভারতীয়দের সিরিয়া থেকে বের করে নিয়ে এসেছে। ভারতীয় নাগরিকরা দেশে ফেরার জন্য দূতাবাসের কাছে আবেদন জানিয়েছিলেন। তারপর নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশে ভারতীয়দের নিরাপত্তা ও সুরক্ষার উপরেই তারা সবচেয়ে বেশি গুরুত্ব দেন। সিরিয়ায় আর যে ভারতীয়রা আছেন, তাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার অনুরোধ করা হয়েছে। দামাস্কে একটি এমার্জেন্সি হেলপলাইন নম্বর চালু করা হয়েছে। তাছাড়া ই-মেইল করেও তারা দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন।
বলা হয়েছে, ভারত সরকার পরিস্থিতির উপর নজর রাখছে।
জিএইচ/এসজি(পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি)