1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ার পরিস্থিতি

১০ এপ্রিল ২০১২

সিরিয়ায় মঙ্গলবার শহরাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের অঙ্গীকার করলেও বাশার আল আসাদ প্রশাসনের আন্তরিকতা নিয়ে সংশয় দেখা যাচ্ছে৷ নিরাপত্তা পরিষদের উদ্দেশ্যে বিষয়টি খতিয়ে দেখার জাক দিয়েছে বিরোধীরা৷

https://p.dw.com/p/14a9b
In this image provided by the Local Coordination Committees in Syria and made available on Tuesday, April 10, 2012, Syrians hold the Syrian revolutionary flag aloft during a demonstration in Damascus, Syria. Syrian activists reported military attacks on two towns Tuesday, even as Syria's foreign minister said regime forces have begun pulling out of some towns in compliance with a U.N.-brokered truce deal. (Foto:Local Coordination Committees in Syria/AP/dapd) THE ASSOCIATED PRESS IS UNABLE TO INDEPENDENTLY VERIFY THE AUTHENTICITY, CONTENT, LOCATION OR DATE OF THIS HANDOUT PHOTO
ছবি: dapd

বাস্তব পরিস্থিতি

১০ই এপ্রিলের মধ্যে শহরাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের কাজ শুরু হওয়ার কথা৷ কিন্তু আসাদের সেনাবাহিনী হোমস ও হামা সহ একাধিক শহরে বিরোধীদের উপর হামলা চালিয়ে যাচ্ছে৷ বিরোধীদের সূত্র অনুযায়ী, মঙ্গলবার এই হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে৷ মুখে অবশ্য তারা সেনা প্রত্যাহারের কথা বলে চলেছে৷ মস্কোয় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম দাবি করেছেন, যে কিছু প্রদেশ থেকে কিছু সেনা ইউনিট সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ কিন্তু তিনি অভিযোগ করেছেন, তুরস্কের মাধ্যমে বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করা হচ্ছে৷ এই অবস্থায় নিরস্ত্রীকরণ কীভাবে সম্ভব, সেই প্রশ্ন তুলেছেন তিনি৷ তিনি সিরিয়ায় আন্তর্জাতিক পর্যবেক্ষক মোতায়েনের দাবি জানিয়েছেন৷

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসঅবশ্য দাবি করছে, যে সিরিয়ার সরকার জাতিসংঘের শান্তি পরিকল্পনা পুরোপুরি অমান্য করছে৷ সংস্থার প্রধান রামি আব্দুল রহমান বলেন, এর ফলে দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে চলেছে৷ বিরোধী জাতীয় পরিষদের সদস্য শেখ আনাস আয়রুত বলেন, মুয়াল্লেম ডাহা মিথ্যা কথা বলছেন৷ বিশ্বকে বিভ্রান্ত করতে সিরিয়ার সরকার এমন কৌশল নিচ্ছে৷ পরিষদের আরেক সদস্য জেনিভায় বলেছেন, বর্তমান ৬ দফা শান্তি পরিকল্পনা বিফল হলে জাতিসংঘের দূত কোফি আন্নানকে বিষয়টি নিয়ে নিরাপত্তা পরিষদের কাছে ফিরে যেতে হবে৷

বিরোধীদের অবস্থান

বিদ্রোহীদের বক্তব্য, আগে সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে৷ পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবারের মধ্যে শহরাঞ্চল থেকে সৈন্য ও সাঁজোয়া গাড়ি প্রত্যাহার না করলে তারা সংগ্রাম চালিয়ে যাবে৷ ফ্রি সিরিয়ান আর্মির মুখপাত্র কর্নেল কাসেম সাদ আল-দিন বলেন, তার পরেই বিরোধীরা জাতিসংঘের পরিকল্পনা মেনে নিতে প্রস্তুত৷ তবে কোনো আংশিক অস্ত্রবিরতি মানবে না তারা৷ এদিকে উত্তরে হাসাকে প্রদেশে অজ্ঞাতপরিচয় আততায়ীদের গুলিতে ৬ সিরীয় সৈন্য নিহত হয়েছে৷

আন্তর্জাতিক তৎপরতা

আপাতত সবার নজর মস্কোর দিকে৷ রাশিয়া এতকাল সিরিয়ার প্রশ্নে আন্তর্জাতিক সমাজের পক্ষপাতিত্বের অভিযোগ করে আসছিল৷ কিন্তু আরব লিগ ও জাতিসংঘের শান্তি পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছে রাশিয়া ও চীন৷ ফলে আসাদ প্রশাসনের বর্তমান আচরণে কিছুটা বিরক্ত সেদেশ৷ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মস্কোয় সিরিয়ার উদ্দেশ্যে অস্ত্রবিরতির শর্ত অক্ষরে-অক্ষরে মেনে চলার দাবি জানিয়েছেন৷ আসাদ প্রশাসন এখনো মরিয়া হয়ে শেষ রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷

এদিকে সোমবার তুরস্কের ভূখণ্ডে অবস্থিত যে শরণার্থী শিবিরের দিকে লক্ষ্য করে সিরিয়া থেকে গুলি চালানো হয়, কোফি আনান সেই শিবির পরিদর্শন করেছেন৷ সেখানেও আসাদ-বিরোধী বিক্ষোভ চলছিল৷ তুরস্কের প্রধানমন্ত্রী রেচেপ তাইয়িপ এর্দোয়ানও কড়া ভাষায় সিরিয়া থেকে হামলার নিন্দা করেছেন৷ এই অবস্থায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেত দোভোতলু বেইজিং সফর কাটছাঁট করে দেশে ফিরেছেন৷ তিনি এবিষয়ে আলোচনা করতে সৌদি আরব যাচ্ছেন৷ এদিকে লেবানন সীমান্তে সিরিয়া থেকে গুলি চালানোর ঘটনায় এক টেলিভিশন ক্যামেরাম্যানের মৃত্যু হয়েছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য