1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া সংকট

২ জুলাই ২০১২

সিরিয়ার সংকট সমাধানের একটি গ্রহণযোগ্য কর্মপন্থা ঠিক করতে মিশরের রাজধানী কায়রোয় দুই দিনের বৈঠক শুরু করেছে আরব লিগ৷ লিগের এই সমঝোতা আলোচনায় সিরিয়ার সরকার বিরোধী গোষ্ঠীগুলো থেকে প্রায় আড়াইশ' প্রতিনিধি অংশ নিচ্ছেন৷

https://p.dw.com/p/15PBk
ছবি: dapd

গত বছরের মার্চ মাস থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে গণবিক্ষোভ ও সহিংসতা চলছে সিরিয়ায়৷ বিদ্রোহী ও সরকারি বাহিনীর সংঘাতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে বেসামরিক মানুষ৷ আরব লিগ ও জাতিসংঘের বিশেষ দূত কোফি আনান'এর শান্তি পরিকল্পনায় কোনো কাজ না হওয়ায় সিরিয়ায় অন্তবর্তী সরকার গঠন করে সংঘাত বন্ধের কথা ভাবছে বিশ্ব সম্প্রদায়৷ সপ্তাহান্তের জেনেভা বৈঠকে অন্তবর্তী সরকারের ব্যাপারে সিদ্ধান্ত হয়৷ আর সোমবার থেকে দুই দিনের বৈঠক ডেকেছে আরব লিগ৷ সেখানে প্রেসিডেন্ট আসাদ বিরোধী গোষ্ঠীগুলোর প্রায় আড়াইশ' প্রতিনিধি এবং ফ্রান্স, তিউনিসিয়া ও তুরস্কের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন৷ এছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশের প্রতিনিরাও অংশ নিবেন বলে আশা করা হচ্ছে৷

Syrien Opposition Archivbild Hassan Abdel Azim
আসাদ বিরোধী গোষ্ঠীগুলির মধ্যে ঐক্যের অভাব এখনো কাটে নিছবি: picture-alliance/dpa

প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী গোষ্ঠীগুলোর জোট সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল - এসএনসি'র মুখপাত্র জর্জ সাবরা এই বৈঠক সফল হবে বলে আশা প্রকাশ করেছেন৷ এছাড়া বৈঠক শেষে দু'টি গুরুত্বপূর্ণ ঘোষণা প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি৷ ঘোষণা দু'টির একটির শিরোনাম হবে ‘সিরিয়ার জাতীয় অঙ্গীকার'৷ আর অপরটিতে থাকবে দেশটির ক্ষমতায় পরিবর্তন আনতে অন্তবর্তী সময়ের জন্য গৃহীত পদক্ষেপসমূহ৷

তবে কায়রো বৈঠক বর্জনের ডাক দিয়েছে সিরিয়ার ভেতরে যুদ্ধরত বিদ্রোহী সেনা এবং বিক্ষোভকারীরা৷ তারা এটিকে সিরিয়ার মিত্র দেশ রাশিয়া এবং ইরানের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছে৷ ফ্রি সিরিয়ান আর্মি এবং ‘স্বতন্ত্র' বিক্ষোভাকরীদের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, ‘‘খুনীদের সাথে সব ধরণের সংলাপ ও সমঝোতা আমরা প্রত্যাখ্যান করছি৷ আমরা কাউকে সিরিয়ার জনগণের উপর রুশ ও ইরানি খবরদারি চাপিয়ে দেওয়ার সুযোগ দেবো না৷''

এএইচ / ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য