সিরিয়া সংকট
৫ জুন ২০১২সিরিয়া কি তাহলে গৃহ যু্দ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? উত্তর দেয়া কঠিন কারণ আন্তর্জাতিক সম্প্রদায় চেষ্টা করছে যেভাবেই হোক সিরিয়াকে স্থিতিশীল করতে৷ তবে আর দেরি করতে রাজি নয় ফ্রি সিরিয়ান আর্মি৷ দলের কমান্ডার আবু আলা বার্তা সংস্থা ডিপিএ-কে হোমস প্রদেশ থেকে জানান,‘‘আমরা আর শান্তি প্রক্রিয়া অনুযায়ী কাজ করতে চাই না৷ কারণ আসাদ বাহিনী এই শান্তি প্রক্রিয়াকে পুরোপুরি অবজ্ঞা করছে৷'' তিনি আরো বলেন, ‘‘এখন যা হচ্ছে তা হল সরকার বাহিনী এবং আমাদের মধ্যে সত্যিকারের যুদ্ধ৷''
সিরিয়ার দক্ষিণে দারা এবং উত্তরে তুরস্কের সীমান্তে অবস্থিত ইদলিবে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গিয়েছে৷ সেখানে সরকার বাহিনী হেলিকপ্টার দিয়ে বিরোধীদের ওপর হামলা চালাচ্ছে৷ ওমর হোমসি নামের একজন জানান, দারা এবং ইদলিবে সরকার বাহিনী এবং বিরোধীদের সঙ্গে সংঘর্ষ তীব্র থেকে তীব্রতর হচ্ছে৷
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইট্স জানিয়েছে, এপ্রিল মাসের বারো তারিখ থেকে শান্তি প্রক্রিয়ার পর থেকে অস্ত্র বিরতির ঘোষণা দেয়া সত্ত্বেও প্রায় আড়াই হাজার মানুষ প্রাণ হারিয়েছে৷
সপ্তাহান্তে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ জাতির উদ্দেশ্যে সংসদে এক ভাষণ দেন৷ সেখানে তিনি যেভাবেই হোক সন্ত্রাসীদের দমন করবেন বলে প্রতিশ্রুতি দেন৷
প্রতিবেদন: ডিপিএ/ মারিনা জোয়ারদার
সম্পাদনা: সঞ্জীব বর্মন