1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ার পাল্টা প্রস্তাব প্রত্যাখ্যান করলো আরব লিগ

২০ নভেম্বর ২০১১

আরব লিগের প্রস্তাবিত মিশনে পরিবর্তন আনার জন্য যে পাল্টা প্রস্তাব দিয়েছে সিরিয়া তা প্রত্যাখ্যান করেছে আরব লিগ৷ তবে আরব লিগের ভূমিকা এখনও স্পষ্ট নয়৷ এদিকে তুর্কি প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল আসাদ প্রশাসনের সমালোচনা করলেন৷

https://p.dw.com/p/13Dvi
Arab League members, with from left to right at front, Turkey's Foreign Minister Ahmet Davutoglu, Morocco's Foreign Minister Taib Fassi Fihri, Qatari Foreign Minister Hamad bin Jassim and Egyptian's Nabil Al Arabi President of Arab League, as they attend the Arab League foreign ministers meeting in Rabat, Morocco, Wednesday, Nov. 16, 2011. Foreign ministers from the 22-member Arab League nations on Wednesday are expected to formalize their weekend decision to suspend Syria for refusing to end its bloody crackdown against anti-government protesters. (Foto:Abdeljalil Bounhar/AP/dapd)
সিরিয়ার প্রশ্নে আরব লিগের বৈঠক (ফাইল ছবি)ছবি: dapd

গত ২ নভেম্বর আরব লিগের সঙ্গে একটি সমঝোতায় আসে সিরিয়ার আসাদ সরকার৷ সেই সমঝোতা অনুযায়ী ১৫ দিনের মধ্যে সিরিয়ার বিভিন্ন শহর থেকে সেনা প্রত্যাহার ও রাজবন্দিদের মুক্তি দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়৷ এছাড়া আরব লিগের পক্ষ থেকে ৫০০ সদস্যের একটি প্রতিনিধি দল পাঠানোর কথাও বলা হয়৷ এই প্রতিনিধি দলে মানবাধিকার কর্মী, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও থাকবে৷ এই প্রতিনিধি দল সিরিয়ার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করবে৷ তবে এই সমঝোতার পরও অবস্থার কোন পরিবর্তন হয়নি৷ বরং সিরিয়ার সরকার বিক্ষোভরতদের ওপর দমন পীড়ন অব্যাহত রাখে৷ গত ১৬ নভেম্বর সময়সীমা পার হয়ে যাওয়ার পর আরব লিগ আবারও তিনদিনের সময়সীমা বেঁধে দেয়৷ কিন্তু তা থোড়াই কেয়ার করে আসাদ প্রশাসন৷ মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, গত দুইদিনে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছে৷

এদিকে আরব লিগের প্রতিনিধি দলে কিছু পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছিল দামেস্ক৷ কিন্তু সেটা প্রত্যাখ্যান করেছে আরব লিগ৷ সংস্থার প্রধান নাবিল আল আরাবি সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রীকে চিঠি দিয়েছেন এই ব্যাপারে৷ কিন্তু সেই চিঠির বিস্তারিত কোন কিছু জানানো হয়নি৷ সিরিয়ায় সরকার বিরোধীদের ওপর হত্যা নির্যাতন বন্ধে আরব লিগ কী করতে যাচ্ছে সেটা এখন পর্যন্ত স্পষ্ট নয়৷ তবে আরব লিগের এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার সংকট আরবীয় পদ্ধতিতেই সমাধান করা হবে৷

epa03002378 Syrian and Turkish protestors shouts slogans against Syrian President Bashar Assad holding Syrian flags during a demonstration at Taksim Square in Istanbul, Turkey 13 November 2011. Reports state that hundreds of Syrian government supporters attacked the Turkish Embassy in Damascus on 12 November after the Arab League voted to suspend Syria from its meetings and impose sanctions against the Syrian regime over its failure to end crackdown on pro-democracy protesters, Anadolu Agency reported. EPA/TOLGA BOZOGLU +++(c) dpa - Bildfunk+++
আসাদ বিরোধী বিক্ষোভছবি: picture-alliance/dpa

এদিকে তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল বলেছেন, ভুমধ্যসাগর অঞ্চলে কোন স্বৈরশাসকের জায়গা নেই৷ ব্রিটিশ সংবাদপত্র সানডে টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে গুল বলেন, আমি মনে করি ভূমধ্যসাগরের তীরে কোন একদলীয় সরকার ব্যবস্থা চলতে পারে না যেখানে কোন জবাবদিহিতা কিংবা স্বচ্ছতা নেই৷ তিন দিনের ব্রিটেন সফরের শুরুতে এই কথা বললেন তুর্কি প্রেসিডেন্ট৷ উল্লেখ্য, সরকার বিরোধীদের হত্যা নির্যাতনের জন্য সম্প্রতি আসাদ সরকারের কড়া সমালোচনা করেছেন তুর্কি প্রধানমন্ত্রী রেচেপ তাইয়েপ এরদোয়ান৷

এদিকে বার্তা সংস্থা ডিপিএ সিরিয়ার বিরোধী দলের বরাত দিয়ে জানিয়েছে, সিরিয়া তার তুরস্ক এবং লেবানন সীমান্ত এলাকাতে নিরাপত্তা আরও জোরদার করেছে৷ সরকার বিরোধীরা যাতে সীমান্ত পার হয়ে পালিয়ে যেতে না পারে সেজন্য উত্তর পশ্চিমের একটি সীমান্ত বন্ধ করে দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী, এমনটি জানিয়েছে জার্মানির বার্তা সংস্থা ডিপিএ৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান