1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ার উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়ছে

১৮ নভেম্বর ২০১১

শুক্রবার জু্ম্মার নামাজের পর সিরিয়ায় আবার জোরালো সরকার বিরোধী বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে৷ এদিকে ফ্রান্স জানিয়েছে, একমাত্র জাতিসংঘের অনুমোদন নিয়েই সিরিয়ায় আন্তর্জাতিক হস্তক্ষেপ সম্ভব৷

https://p.dw.com/p/13DAI
সুদূর ইস্তানবুলেও চলছে আসাদ বিরোধী বিক্ষোভছবি: picture-alliance/dpa

গত কয়েক দিনের মতো শুক্রবারও প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে পথে নেমেছে বিক্ষোভকারীরা৷ এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী পুলিশের গুলিতে ৫ জন নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছে৷ সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটস আরও জানিয়েছে, দারা, হোমস, হামা ও রাজধানী দামেস্কের উপকণ্ঠে এরবিন এলাকায় সবচেয়ে বেশি হিংসার খবর পাওয়া গেছে৷ বিক্ষোভকারীরা বিশ্বের সব দেশের উদ্দেশ্যে সিরিয়ার রাষ্ট্রদূতদের বহিষ্কার করার দাবি জানিয়েছে৷ সেনাবাহিনীর বিদ্রোহীদের নিয়ে গঠিত ‘ফ্রি সিরিয়ান আর্মি'কে সঙ্গে পেয়ে বিক্ষোভকারীদের প্রত্যাশা ও মনোবল আরও বেড়ে গেছে৷ তারাও সরকারি স্থাপনার উপর পাল্টা হামলা শুরু করেছে৷

French Foreign Minister Alain Juppe, left, and his Turkish counterpart Ahmet Davutoglu
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আল্যাঁ জুপে ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভোতোলুছবি: dapd

আসাদ প্রশাসনের উপর চাপ সৃষ্টি করার ক্ষেত্রে আপাতত সবচেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স ও তুরস্ক৷ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভোতোলুর সঙ্গে আলোচনার পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আল্যাঁ জুপে বলেন, সিরিয়ার উপর আরব লিগ'এর চাপের ফলে কতটা কাজ হবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে৷ উল্লেখ্য, চলতি সপ্তাহান্তের মধ্যেই আরব লিগ সিরিয়াকে বিক্ষোভকারীদের উপর অত্যাচার বন্ধ করার জন্য সময় দিয়েছে৷ ফ্রান্স সিরিয়ার বিরোধী গোষ্ঠীগুলির সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দিয়েছে এবং সিরিয়ার সরকারের উপর আরও কড়া নিষেধাজ্ঞা চাপানোর উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন জুপে৷ তবে সিরিয়ায় কোনো একটি দেশের সরাসরি হস্তক্ষেপের বিরোধিতা করে তিনি বলেন, একমাত্র জাতিসংঘের অনুমোদন নিয়েই কোনো পদক্ষেপ নেওয়া উচিত৷ এদিকে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুটিন বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়ার বিরুদ্ধে কোনো প্রস্তাব আনতে হলে অত্যন্ত সতর্কতার সঙ্গে তা করতে হবে৷

Syrien Arabische Liga
আরব লিগ সিরিয়ায় ৫০০ পর্যবেক্ষক পাঠাতে চায়ছবি: dapd

সমস্যা হলো, হিংসা বন্ধ করার প্রশ্নে সিরিয়ার সরকার আরব লিগের সঙ্গে একটা রফায় এলেও কার্যক্ষেত্রে সরকারের সদিচ্ছার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না৷ বিরোধীদের উপর দমন নীতি বন্ধ করছে না সরকার৷ ফলে প্রেসিডেন্ট আসাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে৷ সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লেম আরব লিগের মহাসচিব নাবিল আল আরাবিকে একটি চিঠি লিখেছেন৷ আরব লিগ সিরিয়ায় প্রায় ৫০০ সদস্যের এক পর্যবেক্ষক দল পাঠানোর যে প্রস্তাব দিয়েছে, তাতে কিছু রদবদল চেয়েছেন মুয়াল্লেম, যদিও তা স্পষ্টভাবে প্রকাশ করেন নি তিনি৷ এমন আচরণের ফলে আসাদ প্রশাসনের প্রতি আস্থা আরও কমে যাবে বলে ধরে নেওয়া হচ্ছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান