1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বিরাট ভুল’

১৫ ফেব্রুয়ারি ২০১২

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সাংবাদিকদের আক্ষেপের সঙ্গে বলেন, বেশ কয়েকটি সরকার সিরিয়ার সরকারকে এখনই ‘নাকচ’ করে দিয়েছে৷ আলাপ আলোচনা চালিয়ে যাওয়ার ওপর জোর দেন তিনি৷

https://p.dw.com/p/143kC
ছবি: Reuters

বুধবার নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ডাচ পররাষ্ট্রমন্ত্রী উরি রোজেনথাল'এর সঙ্গে সিরিয়া পরিস্থিতি নিয়ে আলাপ করেন৷ তাঁর সঙ্গে বৈঠকের পর লাভরভ সাংবাধিকদের সঙ্গে কথা বলেন৷ তিনি জানান, দুঃখজনক হলেও সত্যি যে বেশ কিছু সরকার সিরিয়ার সরকারকে ‘নাকচ' করে দিয়েছে৷ অর্থাৎ সিরিয়ার বর্তমান সরকার এখন বাতিলের খাতায়৷ কথাবলার সুযোগ না দিয়ে সিরিয়ার সরকারকে ‘একঘরে' করে দেয়ার মনোভাব দেখা যাচ্ছে৷ যদি তা করা হয় তাহলে তা হবে বিরাট একটি ভুল৷

গত ১১ মাসের অভ্যুত্থানে সিরিয়ায় প্রায় ৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছে৷ কিন্তু তারপরও সিরিয়ায় বাইরে থেকে আক্রমণের বিষয়ে সতর্ক করে দিয়েছে লাভরভ৷ তিনি বলেন, ‘‘আমরা বিশ্বাস করি আলাপ-আলোচনার মধ্যে দিয়ে পুরো বিষয়টির সমাধান খোঁজা সম্ভব৷ তবে এই আলোচনার মূল চালিকা শক্তি হতে হবে সিরিয়াকেই৷''

Syrien Hula Homs Bürgerkrieg Demonstration Opposition Assad
গত ১১ মাসের অভ্যুত্থানে সিরিয়ায় প্রায় ৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছেছবি: Reuters/Handout

আগামীকাল ফরাসি প্রতিপক্ষের সঙ্গে ভিয়েনায় সাক্ষাৎ করবেন বলে জানান লাভরভ৷ এবং সেখানে জাতিসংঘের দেয়া প্রস্তাব পর্যবেক্ষন করবেন তিনি৷ নতুন কিছু হয়তো যোগ হবে এই প্রস্তাবে৷ দেখবেন সেই প্রস্তাব অনুযায়ী সিরিয়ার সহিংস ঘটনা বন্ধ করা যায় কিনা৷ প্রস্তাব আগে থেকে না দেখে তিনি কোনো ধরণের মন্তব্য করতে রাজি হননি৷ তবে তিনি এতটুকু বলেছেন যে, সিরিয়ার সরকার পরবর্তন করা হবে বা করার প্রস্তাব যে দেয়া হয়েছে – তা রাশিয়া কখনোই সমর্থন করবে না৷ আসলে এখানে সরকার পরিবর্তনের কথা নয় বরং সিরিয়ার পরিস্থিতিকে স্থিতিশীল করার কথা বলা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে চায় রাশিয়া৷

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন যে, এ মাসের ২৬ তারিখে তিনি একটি গণভোটের আয়োজন করেবন৷ আর সেখানে, নতুন একটি সংবিধানের কথা বলা হবে৷ সেখানে শুধু ক্ষমতাসীন বাথ পার্টি নয় অন্যান্য রাজনৈতিক দলগুলোর কথাও বলা হবে৷ এই সংবিধানে জোট-সরকারের বিষয়টি উল্লেখ করা হয়েছে৷ অর্থাৎ এককভাবে কোনো দল নয় বরং একাধিক দল দেশ চালাতে পারবে – একথার সুস্পষ্ট উল্লেখ থাকবে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য