1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধঅস্ট্রেলিয়া

সিডনির শপিং মলে ছুরিকাঘাতে নিহত ৬

১৩ এপ্রিল ২০২৪

অস্ট্রেলিয়ার সিডনি শহরের একটি শপিং মলে ছুরিকাঘাতে ছয়জনকে হত্যা করেছেন এক ব্যক্তি৷ পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন৷

https://p.dw.com/p/4eilv
ঘটনাস্থলে পুলিশের এক কর্মকর্তা
হামলায় নয় মাসের এক শিশুসহ আটজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়ছবি: David Gray/AFP/Getty Images

সিডনির ওয়েস্টফিল্ড বন্ডি জাংশন মলে শনিবার এই ঘটনা ঘটে৷ হামলায় ছয়জন নিহত হয়েছেন৷

পুলিশ জানিয়েছে তাদের এক কর্মকর্তার গুলিতে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন৷ হামলার পর শপিং মল প্রাঙ্গন থেকে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে৷

পুলিশের কর্মকর্তা অ্যান্থনি কুক সাংবাদিকদের জানান, ঐ ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে শপিং মলে মোট নয়জনের উপর হামলা চালান৷ তার তথ্য অনুযায়ী, এক নারী পুলিশ কর্মকর্তার কারণে আরো অনেকের জীবন রক্ষা পেয়েছে৷ শপিং মলে মানুষের উপর হামলা চালানোর পর আততায়ী পুলিশ কর্মকর্তার দিকে ছুরি নিয়ে এগিয়ে আসেন৷ তখন পুলিশ কর্মকর্তা তার দিকে গুলি চালান৷

অ্যান্থনি কুক জানিয়েছেন, শুরুতে আততায়ী একা ছিল বলে ধারণা করা করেছেন তারা৷ তবে প্রাথমিক প্রতিবেদনের প্রেক্ষিতে এখন দুইজন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে৷

Australien Mehrere Opfer nach Messerattacke in Sydney
ছবি: David Gray/AFP/Getty Images

একটি অ্যাম্বুলেন্স সেবাদাতা প্রতিষ্ঠানের মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, নয় মাসের এক শিশুসহ তারা আটজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যান৷ অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এবিসি জানিয়েছে আহত কয়েকজনের পরিস্থিতি গুরুতর৷

সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে, ঘটনার সময় মানুষ শপিং মল থেকে পালানোর চেষ্টা করছেন৷ স্থানীয় একটি গণমাধ্যমে প্রকাশিত শপিং মলের নিরাপত্তা ক্যামেরার ছবিতে দেখা গেছে, অস্ট্রেলিয়ান রাগবি লিগের জার্সি পরিহিত এক ব্যক্তি বড় ছুরি হাতে শপিং মলে ছুটোছুটি করছেন৷

পুলিশ জানিয়েছে তারা সন্ত্রাসবাদকে এই হামলার সম্ভাব্য উদ্দেশ্য হিসেবে উড়িয়ে দিচ্ছে না৷

এফএস/আরআর (রয়টার্স, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য