1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্লগের ভূমিকা

২৯ ফেব্রুয়ারি ২০১২

ব্লগ এখন শুধু বিকল্প গণমাধ্যমই নয়৷ এটি এখন বিভিন্ন ধারার নেশা ও পেশার সাথে জড়িত মানুষদেরকেও একই সুতায় বাঁধার অন্যতম মাধ্যম৷ সাহিত্যের বিকাশেও রয়েছে এর গুরুত্বপূর্ণ ভূমিকা৷ এমনটিই মনে করেন বিশিষ্ট ব্লগার জামান আরশাদ৷

https://p.dw.com/p/14Bfn
ছবি: Zaman Arshed

এবারের একুশে বইমেলায় ব্লগারস ফোরাম থেকে ব্লগারদের নির্বাচিত একটি কবিতা সংকলন প্রকাশিত হয়েছে৷ শিরোনাম ‘নীড় পদাবলী'৷ এটি সম্পাদনা করেছেন ব্লগার ও কবি জামান আরশাদ৷ এতে তাঁর নিজের দশটি কবিতা রয়েছে৷ তবে কবিতার জগতে তাঁর বিচরণ এই প্রথম নয়৷ এর আগে তাঁর একক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল ১৯৯৩ সালে৷

আশির দশকে জামান আরশাদের লেখালেখির শুরু৷ ডয়চে ভেলের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, তাঁর কবিতায় মূলত দেশপ্রেম, দ্রোহ, মানবিক প্রেম - এসব বিষয় বেশি করে উঠে আসে৷ গদ্য এবং ছন্দ উভয় ধারায় কবিতা লেখেন তিনি৷ তবে গদ্য ধারায় কবিতা লিখতেই বেশি পছন্দ করেন৷ এছাড়া তাঁর কবিতায় অপ্রচলিত শব্দের ব্যবহার বিশেষভাবে লক্ষণীয়৷

বিগত কয়েক বছরে বাংলা ব্লগের প্রভূত উন্নতি সাধিত হয়েছে বলে উল্লেখ করেন জামান আরশাদ৷ এছাড়া কবিতা, গল্প, প্রবন্ধ এবং উপন্যাসসহ সাহিত্যের বিভিন্ন ধারার বিকাশে ব্লগিং জগতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন তিনি৷ এমনকি মূল ধারার অনেক লেখকের কাজের চেয়ে ব্লগিং জগতের কিছু সাহিত্য কর্ম গুণগত দিক থেকে বেশি উন্নত বলে মন্তব্য জামান আরশাদের৷

এবারের বইমেলা ঘুরে তাঁর অনুভূতিটা বেশ ভিন্ন ধরণের৷ তাঁর ভাষায়, ‘‘অন্যান্য বছর বইমেলায় সাধারণত শুধু একুশে ফেব্রুয়ারিতে যাওয়া হতো৷ কিন্তু এবার যেহেতু আমি নিজেই একটি কাব্য সংকলন সম্পাদনা করেছি৷ এতে আমার নিজের কবিতাও রয়েছে৷ এছাড়া ব্লগারস ফোরামের ত্রৈমাসিক সাহিত্যপত্র ‘শব্দতরী' যেহেতু বইমেলায় ছিল, তাই এবারের বইমেলায় আমি অনেক বেশি গিয়েছি এবং এর সাথে নিজের একটা দৃঢ় যোগসূত্র খুঁজে পেয়েছি৷

সাক্ষাৎকার: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য