1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাহিত্যে অবদান

১২ মার্চ ২০১২

বাংলা সাহিত্য ও ভাষার জন্য যারা কাজ করছেন তাদের স্বীকৃতি দিতে এগিয়ে এলো ব্লগাররা৷ তাদের সংগঠন ব্লগারস ফোরাম সম্প্রতি সম্মাননা দিয়েছে ফাদার মারিনো রিগনকে৷ বাংলা সাহিত্য এবং মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন এই পাদ্রী৷

https://p.dw.com/p/14J4p
Blogger und Dichter Zaman Arshed aus Bangladesch in Dhaka Ekhushey Buchmesse 2012
ছবি: Zaman Arshed

ব্লগারস ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্য জামান আরশাদ জানান, ব্লগারস ফোরাম পুরোপুরি একটি অরাজনৈতিক সংগঠন৷ ব্লগারদের নিয়েই এই সংগঠনের কাজ৷ ব্লগে লেখালেখির পাশাপাশি নানা ধরণের সামাজিক কার্যক্রমের সঙ্গেই তারা জড়িত৷ যেমন শীত বস্ত্র বিতরণ সহ দুঃস্থদের সহায়তা প্রদান৷ এছাড়া নিমতলির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকেও সহায়তা করেছিল ব্লগারস ফোরাম, জানান জামান আরশাদ৷ উল্লেখ্য, জামান আরশাদ নিজেও লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন অনেকদিন ধরে৷

তিনি জানান, এই বছর থেকে ব্লগারস ফোরাম তাদের পক্ষ থেকে পদক চালু করেছে৷ যেসব বিশিষ্ট ব্যক্তি বাংলা ভাষা ও সাহিত্য এবং মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রেখেছেন তাঁদেরকে সম্মান দিতেই ‘ব্লগারস ফোরাম' পদক চালু করা হয়েছে৷ এই বছর সম্মাননাটি পেয়েছেন ফাদার মারিনো রিগন৷ আরশাদ জানান, দীর্ঘ ছয় দশক ধরে বাংলাদেশে বাস করেছেন ইটালিতে জন্ম দেওয়া ফাদার মারিনো রিগন৷ মুক্তিযুদ্ধের সময় এই ধর্মযাজক মুক্তিযোদ্ধাদের নানাভাবে সাহায্য করেছেন, আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করেছেন৷

এছাড়া বাংলা সাহিত্য নিয়েও বেশ কাজ করেছেন ফাদার মারিনো রিগন৷ গীতাঞ্জলী সহ রবীন্দ্রনাথের অনেক গল্প উপন্যাস সরাসরি ইতালীয় ভাষায় অনুবাদ করেছেন তিনি৷ এছাড়া লালন সঙ্গীতও তিনি অনুবাদ করেছেন নিজের ভাষাতে৷ সরাসরি বাংলা থেকে ইতালীয়তে অনুবাদ করার ফলে সাহিত্যের মৌলিক ভাবধারা অক্ষুন্ন থেকেছে বলে মনে করেন, লেখক আরশাদ জামান৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য