1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাইবার অপরাধ ঠেকাতে একাট্টা হওয়ার আহ্বান মাইক্রোসফটের

২৮ জুলাই ২০০৯

কম্পিউটারের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে কর্মরত প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো ক্রমশ পরিমার্জিত হয়ে ওঠা সাইবার অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতে নিজেরা হাত মেলাচ্ছে৷

https://p.dw.com/p/IycV
ছবি: PA/dpa

মাইক্রোসফট সিকিউরিটি রেসপন্স সেন্টার এর পরিচালক মাইক রিভে বলেছেন, তাদের আক্রমণ জটিলতর হয়ে উঠছে৷ আমরা যদি তাদের চেয়ে এগিয়ে থাকতে চাই তাহলে সবাইকে একযোগে কাজ করতেই হবে৷

তিনি বলেন, একটি বিষয় পরিষ্কার হয়ে উঠেছে যে, গ্রাহকরা চান সবাই বিষয়টি নিয়ে একযোগে কাজ করুক৷ তারা চায় তথ্য৷ এবং দ্রুত প্রতিরক্ষা৷

এ সপ্তাহে লাস ভেগাসে অনুষ্ঠিত ব্ল্যাক হ্যাট নিরাপত্তা সম্মেলনকে মাইক্রোসফট এই উদ্দেশ্য সামনে রেখে ব্যবহার করছে৷ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি সেখানে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিক রূপ প্রদর্শনের সুযোগ নিয়েছে৷ অন্যদের সঙ্গে কাজের ক্ষেত্রও উন্মোচিত করেছে তারা৷

Microsoft Bilanz Miniquiz 2004
অন্যের সঙ্গে তথ্য ভাগাভাগি করে মাইক্রাসফট নিজেদের কিছু দুর্বলতাও চিহ্নিত করেছেছবি: AP

হ্যাকারদের হুমকির প্রতিরূপ সৃষ্টি ও প্রতিরক্ষা সুবিন্যস্ত করার কাজে সফটওয়্যার নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর কাজ আরো সহজতর করতে একটি নতুন পথের সন্ধান দিয়েছে মাইক্রোসফট৷

সফটওয়্যারের নিরাপত্তা হালনাগাদ করার জটিল কাজটি সহজ করতে ওয়াশিংটন ভিত্তিক প্রযু্ক্তি প্রতিষ্ঠান রেডমন্ড একটি পুস্তিকা প্রকাশ করেছে৷

মাইক রিভে বার্তা সংস্থা এএফপিকে বলেন, তথ্যের সাগরে গ্রাহকদের পথনির্দেশ দেওয়ার চেষ্টা করছি আমরা৷

টিপিংপয়েন্ট এর নিরাপত্তা গবেষক জ্যাসন এভোরি এক বিবৃতিতে বলেন, একসঙ্গে কাজ করলে প্রতিষ্ঠানের পাশাপাশি গ্রাহকরাও লাভবান হয়৷ তাঁর মতে সবাই এতে জয়লাভ করে৷

অন্যের সঙ্গে তথ্য ভাগাভাগি করে মাইক্রাসফট নিজেদের কিছু দুর্বলতাও চিহ্নিত করেছে৷ রিভে বলেন, আমরা দেখছি তারা আমাদের সঙ্গে ভালোভাবে কাজ করছে৷ একসঙ্গে ভালোই কাজ হচ্ছে৷

এবছরের শুরুর দিক কনফ্লিকার নামের যে ভাইরাসটি ইন্টারনেটকে ক্ষতিগ্রস্ত করেছিল তা মোকাবিলা করার সময় সবার একযোগে কাজ করাটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ৷

সোমবার মাইক্রোসফটের এক বিবৃতিতে বলা হয়, এ শিল্পে সংশ্লিষ্টদের মধ্যে প্রযুক্তি উদ্ভাবনসহ সব ক্ষেত্রেই ব্যাপকতর সহযোগিতা সত্যিকারেরর নিরাপদ ও বিশ্বস্ত ইন্টারনেট গড়ে তোলার কাজে সহায়তা করবে৷

প্রতিবেদক: নাসিরুদ্দিন খোকন

সম্পাদনা: আবদুস সাত্তার