1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে সাংবাদিকতার ঝুঁকি

২৭ জুলাই ২০১২

বাংলাদেশে সাংবাদিকতা এখন খুবই ঝুঁকির মুখে রয়েছে বলে মনে করেন বিশিষ্ট সাংবাদিকরা৷ তাঁরা মনে করেন, উচ্চ পর্যায় থেকে সাংবাদিকদের বিরুদ্ধে ক্রমাগত বিষোদগার করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ আর এর সুযোগ নিচ্ছেন অনেকেই৷

https://p.dw.com/p/15ezu
ছবি: DW/Harun Ur Rashid Swapan

বাংলাদেশের ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে পোশাগত কাজে তথ্য সংগ্রহ করতে গিয়ে গত চার দিনে কমপক্ষে ৩০ জন সাংবাদিক শিক্ষানবিশ চিকিৎসকদের হামলার শিকার হয়েছেন৷ সাংবাদিকদের অপরাধ, গত সপ্তাহে একজন রোগীকে চিকৎসকরা মারধোর করেছেন, এই খবর প্রচার করেছেন তাঁরা৷ আর এই কারণে সাংবাদিকদের হাসপাতালে প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়৷ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, তথ্য সংগ্রহে বাধা দেয়া সংবিধান লংঘন৷ এই ক্ষমতা কারুর নেই৷

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কেউ কেউ অব্যাহতভাবে সাংবাদিকদের বিরুদ্ধে বিষোদগার করেন৷ যা সাংবাদিকদের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে৷

তিনি মনে করেন, সাংবাদিকদের তাদের অস্তিত্ব এবং পেশাগত অধিকার ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে৷ এর কোনো বিকল্প নেই৷ আর ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. ওমর ফারুক ডয়চে ভেলেকে বলেন, আন্দোলন এবং আলোচনা একসঙ্গে চালিয়ে যতে হবে৷ তাঁর মতে, সাংবাদিকদের ঐক্য ধরে রাখতে হলে সাংবাদিক নেতাদের দল নিরপেক্ষ হতে হবে৷ তাঁদের সরাসরি রাজনীতির সঙ্গে জড়ানো ঠিক নয়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য