1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরিষাবাড়ীর রাস্তায় ধানের চারা

১৬ আগস্ট ২০২১

জামালপুরের সরিষাবাড়ীতে দীর্ঘদিনের ভাঙা রাস্তা সংস্কার করা হচ্ছে না৷পৌরসভা নির্বাচনের আগে প্রার্থীরা রাস্তাটি পাকাকরণের আশ্বাস দিলেও পরে কথা রাখেননি৷ তাই এবার ভাঙা রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী৷

https://p.dw.com/p/3z2mf
প্রতীকী ছবিছবি: N.Nanu/AFP/Getty Images

সরিষাবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা একযুগ ধরে অবহেলিত৷ রোববার বলারদিয়ার গ্রামের হিসু মণ্ডলবাড়ি মসজিদ থেকে বালিয়া ব্রিজ রোডের দুলালের দোকান পর্যন্ত রাস্তায় ধানের চারা রোপন করেন এলাকাবাসী৷ প্রতিদিন এই রাস্তা দিয়ে শত শত মানুষ চলাচল করেন, অথচ বলারদিয়ার গ্রামের অনেকে অভিযোগ করলেও রাস্তাটির ন্যূনতম সংস্কারও হয়নি৷ তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে তারা এভাবে রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ জানান৷

এলাকাবাসী জানান, পৌরসভা নির্বাচনের আগে প্রার্থীরা এ রাস্তা পাকাকরণের আশ্বাস দিলেও পরে জনপ্রতিনিধিরা কথা রাখেন না৷ ভাঙা রাস্তাটির বিপরীত পার্শ্বেই খালের ধারে সাবেক মেয়র রুকুনুজ্জামান রোকন মিনিপার্ক নির্মাণ করেন, অথচ এ রাস্তার দিকে প্রশাসনের কোনো দৃষ্টি নেই৷

স্থানীয়রা নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরের কাছে রাস্তাটি দ্রুত পাকাকরণের দাবি জানালে বর্তমান মেয়র মো. মনির উদ্দিন দ্রুত উদ্যোগ নেয়ার আশ্বাস দেন৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য