সরকার সাংবিধানিক সংকট তৈরি করছে- বিএনপি
২৬ জুন ২০১১বিরোধী দলীয় চিফ হুইপ বলেছেন, বিএনপি সংসদে যাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করতে নয়, পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন তা নিয়ে কথা বলতে৷
শনিবার সংসদে পঞ্চদশ সংশোধনী বিল উত্থাপনের পর সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বিএনপি জানায় সংবিধান সংশোধন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল কোনভাবেই মেনে নেবে না বিএনপি৷ এর বিরুদ্ধে দেশের মানুষকে সঙ্গে নিয়ে দুর্বার গণআন্দোন গড়ে তোলা হবে৷ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিরোধী দল নয় সরকারই দেশকে অস্থিতিশীল করে তুলেছে৷ তারা দেশে সাংবিধানিক সংকট তৈরি করেছে৷
আর আলাদা এক সমাবেশে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক এমপি বলেন বিএনপি সংসদে যাবে পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন তা নিয়ে আলোচনা করতে, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নয়৷ তিনি অভিযোগ করেন বর্তমান সরকার জিয়া পরিবারকে ধ্বংসের ষড়যন্ত্র করছে৷
অন্যদিকে সংবিধান সংশোধন কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেন গুপ্ত এমপি বলেছেন , তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যাওয়ার আর কোন সুযোগ নেই৷ বিএনপির উচিত হবে সংসদে গিয়ে অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিয়ে আলোচনায় অংশ নেয়া৷ সংবিধানে এর বিধান আছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম