সিডিইউ দলের সম্মেলন
২৭ ফেব্রুয়ারি ২০১৮বাধ্যবাধকতা ছিল না, তাও কোয়ালিশন চুক্তির পক্ষে দলের আনুষ্ঠানিক সমর্থন আদায় করে নিলেন সিডিইউ নেত্রী আঙ্গেলা ম্যার্কেল৷ সেইসঙ্গে নিজের কর্তৃত্ব বজায় রাখতে কিছুটা ঘর গুছিয়ে নিলেন৷ সম্ভাব্য মহাজোট সরকারের জন্য মন্ত্রী তালিকা স্থির করার পাশাপাশি নতুন সাধারণ সম্পাদক নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ করলেন তিনি৷ এই সব পদে এমন সব ব্যক্তিদের বেছে নিয়েছেন, যাঁদের প্রতি দলের বিভিন্ন শিবিরের সমর্থন রয়েছে৷ গত নির্বাচনে খারাপ ফলের প্রেক্ষাপটে দলকে নতুন করে সাজানোর লক্ষ্যে এক কর্মসূচিও অনুমোদন করিয়ে নিয়েছেন ম্যার্কেল৷ ফলে সমালোচকদের মুখ আপাতত বন্ধ হচ্ছে, যদিও নেত্রী হিসেবে আগের মতো কর্তৃত্ব থাকছে না৷
প্রায় এক ঘণ্টার ভাষণে ম্যার্কেল নিজে কোয়ালিশন চুক্তির পক্ষে সওয়াল করেন৷ তাঁর মতে, জার্মানির স্বার্থে এই সরকার গড়া অত্যন্ত জরুরি৷ গত নির্বাচনে দলের খারাপ ফলাফলের প্রেক্ষিতে তিনি স্বীকার করেন, যে সাধারণ মানুষের অনেক দুশ্চিন্তা দূর করা সম্ভব হয়নি৷ বিশেষ করে এএফডি দলের সাফল্যের মুখে নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করার উপর জোর দেন তিনি৷
সম্ভাব্য মহা়জোট সরকারে সামান্য কয়েকটি মন্ত্রী পদের জন্য সব মহলকে খুশি করা কার্যত অসম্ভব৷ যেমন জার্মানির পূর্বাংশের কোনো মন্ত্রীর নাম না থাকায় দলের কিছু মহল সমালোচনা করছে৷ ম্যার্কেল নিজে চ্যান্সেলর হিসেবে পূবের প্রতিনিধিত্ব করা সত্ত্বেও এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷ তাই এবার প্রতিমন্ত্রীদের নাম ঘোষণার ক্ষেত্রে পূবের নেতাদের নাম বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে৷
সিডিইউ নেতারা মহাজোট সরকার সম্পর্কে বেশ আশাবাদী৷ তাঁদের আশা, এসপিডি সদস্যরা কোয়ালিশন চুক্তির পক্ষেই ভোট দেবেন৷ দলের গোটা নেতৃত্বকে সরিয়ে দিয়ে নতুন নির্বাচনের পথে যাবার বিকল্প তাঁদের জন্য মোটেই আকর্ষণীয় বিকল্প হতে পারে না – বিশেষ করে জনমত সমীক্ষায় যখন দলের সমর্থন তলানিতে এসে পৌঁছেছে৷
এসবি/ডিজি (ডিপিএ, এএফপি)