1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকার আর বিরোধীপক্ষের চাপানউতোর

১৮ নভেম্বর ২০১১

সরকারের অভ্যন্তরীণ সংকটের কারণেই এই সরকারের পতন হবে বলে দাবি করছেন বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ৷ আর শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, গুজব ছড়িয়ে প্রধানমন্ত্রীকে জনবিচ্ছিন্ন করতে চাইছে একটি মহল৷

https://p.dw.com/p/13D1Q
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীনেত্রী খালেদা জিয়াছবি: AP/DW

ঢাকায় এক অনুষ্ঠানে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক দাবি করেছেন, সরকার দেশকে দেউলিয়া বানানোর পথে নিয়ে গেছে৷ তিনি বলেন, সরকার ধার দেনা করে চলছে৷ আর এখন বুদ্ধি বিবেচনাও ধার করে আনার প্রক্রিয়া চলছে৷

একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, সরকারে মধ্যে যে সংকট চলছে তাতেই সরকারের পতন হবে৷ তিনি আওয়ামী লীগকে দিবাস্বপ্ন দেখতে বারণ করে বলেন, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে৷

অন্যদিকে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ভিন্ন এক অনুষ্ঠানে বলেন, একটি মহল নানা ধরনের গুজব ছড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জনবিচ্ছিন্ন করতে চাইছে৷ কিন্তু তাদের এই উদ্দেশ্য সফল হবেনা৷ প্রধানমন্ত্রীকে জনবিচ্ছিন্ন করা যাবেনা৷ একই অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিএনপির আন্দোলন সংগ্রামের মূল উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের রক্ষা করা৷ কিন্তু তাতে তাদের শেষ রক্ষা হবেনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য