1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
দুর্যোগবাংলাদেশ

শ্যামলীতে ২০ তলা ভবনে আগুন, মৃত ১

২ জুন ২০২৩

রাজধানীর শ্যামলীতে রূপায়ন শেলফোর্ড ভবনের আগুন নিয়ন্ত্রণে আনার পর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে৷

https://p.dw.com/p/4S6Jz
(প্রতীকী ছবি)  ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে৷
(প্রতীকী ছবি) ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে৷ ছবি: picture-alliance/Photoshot

বৃহস্পতিবার রাত ১১টার দিকে ২০ তলা ওই ভবনটিতে আগুন লাগে৷ রাত ২টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে৷

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার দ্য ডেইলি স্টারকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাত ১১টা ২৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে৷ শেষ পর্যন্ত ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে৷

আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনটির ১৮ তলা থেকে একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস৷

মরদেহটি অজ্ঞাতপরিচয় ৪৫ বছর বয়সি এক পুরুষের বলে জানান মোহাম্মদপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান৷

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি৷

ভবনটি থেকে এখন পর্যন্ত ১৭ জনকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে৷ এর মধ্যে টিটিএল দিয়ে নামানো হয়েছে ৬ জনকে৷ 

এনএস/এসিবি (দ্য ডেইলি স্টার)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য