1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শোয়ানস্টাইগার'কে ছাড়াই জয় হাসিল করলো বায়ার্ন

৭ নভেম্বর ২০১১

বায়ার্ন মিউনিখ'কে থামানো যে কতটা কঠিন, তা আবার প্রমাণ হয়ে গেল৷ প্রথমার্ধে এগিয়ে থাকলেও শেষরক্ষা করতে পারলো না আউগসবুর্গ৷ রবিবার রাতে ২-১ গোলে জিতে গেল বায়ার্ন৷

https://p.dw.com/p/136KD
Fussball, 1. Bundesliga, Saison 2011/2012, 1. Spieltag, FC Bayern Muenchen - Borussia Moenchengladbach, Sonntag (07.08.11), Allianz-Arena, Muenchen: Der Muenchner Torwart Manuel Neuer gestikuliert. +++ Achtung Bildredaktionen: Die Verwendung der Bilder fuer die gedruckten Ausgaben der Zeitungen und andere Print-Medien ist ohne Einschraenkungen moeglich. Die DFL erlaubt ausserdem die Publikation und Weiterverwertung von maximal sechs Bildern pro Spiel im Internet. Eine Weiterverwertung im IPTV, Mobilfunk und durch sonstige neue Technologien ist erst 2 Stunden nach Spielende der jeweiligen Wettbewerbsspiele der Bundesliga und 2. Bundesliga erlaubt! Foto: Sebastian Widmann/dapd
বায়ার্ন’এর ‘একনায়ক’ মানুয়েল নয়ারছবি: dapd

আহত বাস্টিয়ান শোয়ানস্টাইগার'কে ছাড়া বায়ার্ন কী করবে, তা নিয়ে জল্পনা-কল্পনা কম হচ্ছে না৷ তার উপর বদলি খেলোয়াড় হিসেবে যাকে নামানো হয়েছে, সেই আনাতোলি টিমোশচুক'কে রবিবারের ম্যাচে রেফারির লাল কার্ড দেখে মাঠ থেকে বিদায় নিতে হলো৷ দলকে এখন আবার তার জায়গায় আরেক জন বদলি খেলোয়াড়কে খুঁজতে হবে৷

শোয়ানস্টাইগার'কে ছাড়া ফরোয়ার্ডরা প্রথম দিকে বেশ দিশেহারা ছিলেন৷ শুধু মারিও গোমেস নিজের ফর্ম বজায় রেখেছেন৷ চলতি মরশুমে এই নিয়ে তিনি ১৩টি গোল দিলেন৷ রবিবার দ্বিতীয় গোলটি করেন ফ্রাঙ্ক রিবেরি৷ মোটকথা ২৮ পয়েন্ট পেয়ে বায়ার্ন তালিকার বেশ উপরের দিকেই রয়েছে৷ তবে আউগসবুর্গ'এর ফর্ম এত দুর্বল না হলে বায়ার্ন এদিন এত সহজে খেলতে পারতো কি না, তা নিয়ে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন৷

Bayern's Franck Ribery of France prior he scored his side's second goal during the German first division Bundesliga soccer match between FC Augsburg and FC Bayern Munich in Augsburg, southern Germany, on Sunday, Nov. 6, 2011. (AP Photo/Matthias Schrader) NO MOBILE USE UNTIL 2 HOURS AFTER THE MATCH, WEBSITE USERS ARE OBLIGED TO COMPLY WITH DFL-RESTRICTIONS, SEE INSTRUCTIONS FOR DETAILS
প্রতিপক্ষের দুর্গ ভেদ করে এগিয়ে চলেছেন রিবেরিছবি: AP

বায়ার্ন'এর গোলকিপার মানুয়েল নয়ার প্রায় দুর্ভেদ্য দুর্গের মতো দাঁড়িয়ে থাকায় দল মোটামুটি সব ধাক্কাই সামলাতে পারছে৷ ফলে দলের পরিত্রাতা হিসেবে তাঁর নামই প্রায় পাকা হয়ে উঠছে৷ ম্যাচের পর ক্লাব প্রেসিডেন্ট উলি হোনেস আবেগে আপ্লুত হয়ে জার্মানির জাতীয় দলের গোলকিপার মানুয়েল নয়ার'এর হাত ধরে ঝাঁকাতে থাকেন৷ কোচ ইয়ুপ হাইনকেস ও দলের কর্মকর্তারাও বললেন, একেই বলে বিশ্ব মানের খেলা৷ সত্যি, ৮৩ মিনিটের মাথায় প্রায় নিশ্চিত এক গোল বাঁচিয়ে নয়ার তাক লাগিয়ে দিয়েছিলেন৷ যাকে নিয়ে এত হইচই, সেই নয়ার কিন্তু বিনয়ের সঙ্গে বলেন, ‘‘বলটা ধরতে পেরেছি, সেটাই ছিল জরুরি৷ ভাগ্যও আমার প্রতি কিছুটা সদয় ছিল৷'' চলতি বছরের গ্রীষ্মে ২ কোটি ২০ লক্ষ ইউরো দিয়ে শালকে ক্লাবের কাছ থেকে নয়ার'কে কিনে বায়ার্ন যে ভুল করে নি, তা বার বার প্রমাণিত হচ্ছে৷

আগামী ১৯শে নভেম্বর মিউনিখে নিজেদের মাঠে বায়ার্ন'কে ডর্টমুন্ড'এর মুখোমুখি হতে হবে৷ বুন্ডেসলিগায় বায়ার্ন'এর এত বড় প্রতিদ্বন্দ্বী আর নেই৷ সেই ম্যাচ জেতা যে এত সহজ হবে না, সেবিষয়ে কারো মনে কোনো সন্দেহ নেই৷ বিশেষ করে শোয়ানস্টাইগার'এর হামলা ও নয়ার'এর প্রতিরক্ষার শক্তিশালী কাঠামো এবার আর বায়ার্ন'এর ভারসাম্য রক্ষা করতে পারবে না৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান