1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেখ হাসিনার প্রশংসায় কমনওয়েলথ মহাসচিব

৬ মার্চ ২০২১

কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসিকের মতে, কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে মহামারি মোকাবেলায় সফলতা দেখানো নারী নেত্রীদের একজন শেখ হাসিনা৷ কিউসিকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশন৷

https://p.dw.com/p/3qIQS
মহামারি মোকাবিলায় কমনওয়েলথভুক্ত দেশগুলোর সফল তিনজন নারী নেতার একজন হিসেবে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে৷
ছবি: DW

বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়া বাকি যে দুজনের প্রশংসা করা হয়েছে তারা হলেন, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন ও বারবাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোতলি৷

বাংলাদেশের হাইকমিশনের বিবৃতি অনুযায়ী কমনওয়েলথ মহাসচিব বলেছেন, ‘‘আমি সবসময়ই অনেক নারী ও মেয়েদের দেখে অনুপ্রাণিত হই, আর এবার আমাদের কমনওয়েলথে তিনজন অসাধারণ নেতার নাম নিতে চাই, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন, বারবাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোতলি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিজ নিজ দেশে কোভিড-১৯ মহামারির সময় তাদের নেতৃত্বের জন্য৷’’

প্যাট্রিসিয়া বলেন, ‘‘আরও অনেক নারীর মতো এই তিন নেতাও তাকে আশার আলো দেখান এমন একটি পৃথিবীর জন্য যা নারী-পুরুষ সবার সম্মিলিত সুন্দর ভবিষ্যৎ এবং স্বার্থ নিশ্চিত করতে পারে৷’’

এফএস/জেডএ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

গত বছরের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য