1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত বিবৃতিটি ‘সম্পূর্ণ মিথ্যা’

১১ আগস্ট ২০২৪

শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত সাম্প্রতিক বিবৃতিটি ‘সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট’ বলে জানিয়েছেন তার সন্তান সজীব ওয়াজেদ জয়৷ টুইটারে এক বার্তায় একথা জানান তিনি৷

https://p.dw.com/p/4jLY8
শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন
সেন্ট মার্টিন দ্বীপ হস্তান্তর না করার জন্য তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী।ছবি: Peerapon Boonyakiat/SOPA Images/IMAGO

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত একটি সাম্প্রতিক বিবৃতিকে উদ্ধৃত করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে একটি সংবাদপত্র, যেটিকে ‘‘সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট’’ বলে জানিয়েছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়৷ 

টুইটারে রোববার তিনি লিখেছেন, ‘‘আমি এইমাত্র তার (শেখ হাসিনা) সঙ্গে নিশ্চিত হয়েছি যে তিনি ঢাকা ত্যাগের প্রাক্কালে বা ঢাকা ত্যাগ করার পর কোনো বিবৃতি দেননি৷’’

জয় তার টুইটে এবং হোয়াটসঅ্যাপ বার্তায় সুনির্দিষ্টভাবে পত্রিকাটির নাম উল্লেখ করেননি৷ তবে এর আগে ভারতের দ্য প্রিন্ট পত্রিকা শেখ হাসিনার ‘‘সমর্থকদের উদ্দেশে দেয়া এক বার্তার’’ বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে যা ভারত ও বাংলাদেশের অনেক পত্রিকাও প্রকাশ করেছে৷ 

শেখ হাসিনার সেই কথিত বিবৃতির বরাতে পত্রিকাটি লিখেছে, ‘‘আমি পদত্যাগ করেছি যাতে আমাকে মৃত্যু মিছিল দেখতে না হয়। তারা ছাত্রদের মরদেহের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল। আমি অনুমতি দিইনি। তাই আমি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি।’’

আরকেসি/টিএম (টাইমস অফ ইন্ডিয়া, ইকোনমিকস টাইমস, দ্য প্রিন্ট)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান