শীতে ঝড়ের কবলে কৃষ্ণসাগর অঞ্চল
বুলগেরিয়া, ইউক্রেন ও রাশিয়াজুড়ে কৃষ্ণ সাগরের চারপাশে তুমুল ঝড়৷ বন্যা, তুষারপাতে নাজেহাল জনজীবন৷
তুষারে ঢাকা সোফিয়া
কৃষ্ণ সাগর সংলগ্ন এলাকায় ভয়াবহ ক্ষতি হয়েছে একটি ঝড়ের কারণে৷ বিদ্যুৎ সংযোগ ছিন্ন থাকে কয়েকটি জায়গায়৷ প্রবল তুষারপাতে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার চারদিক পুরোপুরি সাদা হয়ে আছে৷
অন্ধকার ওডেসা
ইউক্রেনের ওডেসাতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে তুষারপাতের কারণে৷ সংবাদমাধ্যম উক্রাইনস্কা প্রাভদা জানায় যে রোববার রাতে একটি বিদ্যুৎকেন্দ্রের ১১০ মিটার উঁচু চিমনি ভেঙে পড়েছে৷ সোমবার সকাল পর্যন্ত প্রায় দেড় লাখ বাসায় বিদ্যুৎ সংযোগ ছিলনা৷ বাসায় বন্দি হয়ে পড়েন মানুষ৷ স্কুল কলেজও বন্ধ রাখা হয়৷
ইউক্রেনে যানজট
ইউক্রনের রাজধানী কিয়েভে শীত এসে গেছে৷ কৃষ্ণসাগরে ঝড়ের প্রভাব এসে পড়েছে এখানেও৷ তুষারের ফলে এক হাজার ৩০০টি ট্রাক ও ৮৪০টি গাড়ি তুষারে আটকে পড়ে বা দুর্ঘটনার সম্মুখীন হয়৷ শীত বাড়ার সাথে সাথে ইউক্রেন কর্তৃপক্ষ আশঙ্কা করছে যে দেশটির শক্তি অবকাঠামোতে হামলা চালাতে পারে রাশিয়া৷
ক্রাইমিয়াতে বরফশীতল পানির বন্যা
২০১৪ সালে রাশিয়া যে ক্রাইমিয়া উপত্যকার দখল নেয়, সেখান থেকে প্রবল বন্যার খবর পাওয়া যাচ্ছে৷ ঝড়ে এক ৫০ বছর বয়সি পুরুষের মৃত্যু এবং সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে৷ রাশিয়া-সমর্থিত গভার্নার সেরগেই আকসিয়োনোভ জরুরি অবস্থা ঘোষণা করেছেন৷ প্রাণ বাঁচাতে রবারের নৌকায় চেপে বরফশীতল পানি থেকে পালাচ্ছেন স্থানীয়রা৷
এক মিটার উঁচু তুষার
জমা তুষার ও গাছের ভেঙে পড়া টুকরো বুলগেরিয়ার রাস্তা বন্ধ করে রেখেছে৷ পাহাড়ের মধ্য দিয়ে যাতায়াতের পথ বন্ধ রয়েছে, আকাশ ও রেল এই দুই পথেও ব্যাঘাত ঘটেছে৷ এক হাজারের বেশি শহর ও গ্রামে বিদ্যুৎ যোগাযোগ ছিন্ন৷ চারটি অঞ্চলে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়েছে৷
ঝড়ে কাবু সোচি
রাশিয়ার দক্ষিণাঞ্চলেও ঝড়ের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে৷ সোচির সাগরতীরে আছড়ে পড়ছে উঁচু ঢেউ, ৮৬ কিরোমিটার প্রতিঘন্টা বেগে বইছে বাতাস৷
আঙ্কারায় তুষার যুদ্ধ
তুরস্কের রাজধানী আঙ্কারায় তরুণরা তুষারের বল ছোঁড়াছুঁড়ি খেলছে৷ ঠান্ডা থেকে বাঁচতে মোটা গরম জামা গায়ে দিতে হচ্ছে তাদের৷