1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিম্পাঞ্জির সংসদ বিক্রি হলো একশ' কোটি টাকায়

৪ অক্টোবর ২০১৯

অজ্ঞাতনামা ব্রিটিশ স্ট্রিট আর্টিস্ট ব্যাঙ্কসির পেইন্টিং ‘ডিভলভড পার্লামেন্ট' নিলামে বিক্রি হয়েছে৷ শিম্পাঞ্জিদের পার্লামেন্ট হিসেবে পরিচিত ছবিটির দাম পড়েছে প্রায় একশ কোটি টাকা৷

https://p.dw.com/p/3Qie1
BG Banksy | Devolved Parliament
ছবি: picture-alliance/ZUMAPRESS/Ray Tang

লন্ডনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় এই নিলাম৷ বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সোদেবি'স আয়োজন করেছিল এই নিলামের৷ তারা বিশাল পেইন্টিংটি দেড় থেকে দুই মিলিয়ন পাউন্ডে বিক্রি করার আশা করছিল৷ কিন্তু ১৩ মিনিটের ঝড়ো নিলাম যুদ্ধে দাম সাড়ে আট মিলিয়ন পাউন্ডে পৌঁছে যায়৷ ফি-সহ এর দাম পড়েছে প্রায় এক কোটি পাউন্ড (৯,৮৭৯,৫০০ পাউন্ড)৷

সোদেবি'স জানায়, ব্যাঙ্কসির সৃষ্টিগুলোর মধ্যে এ পর্যন্ত এটাই সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে৷

‘‘আজ রাতে ব্যাঙ্কসির পেইন্টিংয়ের দামের রেকর্ড তৈরি হলো৷ অথচ এটার মালিক আমি নই,'' ইনস্টাগ্রামে লেখেন ব্যাঙ্কসি৷

শিল্প সমালোচক রবার্ট হিউজেস ইনস্টাগ্রামে লেখেন, ‘‘...শিল্পকর্মের নতুন একটা কাজ জুটেছে৷ তা হলো দেয়ালে ঝুলে থাকা এবং নিজের দাম বাড়ানো৷ অথচ একটা বইয়ের মতো এটিও সাধারণ মানুষের সম্পদ হতে পারে৷ অথচ শুধু যার সামর্থ্য আছে, তিনিই এর মালিক হন৷''

এক বছর আগে ব্যাঙ্কসির আরেকটি ক্যানভাস ‘গার্ল উইথ বেলুন' নিলামে বিক্রির ঘোষণা হবার পরপরই নিজে নিজে নষ্ট হয়ে যায়, যা অনেককেই অবাক করেছিল৷ পরে ব্যাঙ্কসি জানান, তিনি ক্যানভাসটি এমনভাবে তৈরি করেছিলেন যে, যদি চিত্রকর্মটি নিলামে তোলা ও বিক্রি করা হয়, তাহলে যেন তিনি সেটি নষ্ট করে দিতে পারেন৷

চার মিটার দীর্ঘ ‘ডিভলভড পার্লামেন্ট' প্রায় এক দশক আগে আঁকা৷ ব্রিস্টল মিউজিয়াম গেল মার্চে ব্রেক্সিট উপলক্ষে আবার প্রদর্শন করে৷

ব্যাঙ্কসি তাঁর পরিচয় গোপন রাখেন৷ তাঁর কাজে রাজনৈতিক ও সামাজিক বক্তব্য থাকে৷

Artist Banksy opens hotel next to wall in Bethlehem

জেডএ/এসিবি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য